ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

সৌদি আরবকে কঠোর শাস্তির হুমকি ট্রাম্পের

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ১৩ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌদি আরবকে কঠোর শাস্তির হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগি যদি খুন হয়ে থাকে এবং এর পেছনে রিয়াদের হাত থাকলে সৌদি আরবকে কঠোর শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার মার্কিন টেলিভিশন চ্যানলে সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, ‘আমরা এর ভেতরে প্রবেশ করছি এবং এর জন্য কঠোর শাস্তি হবে।’

গত ২ অক্টোবর খাশোগি ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশ করেন। এরপর আর সেখান থেকে বের হননি। তুরস্কের দাবি, খাশোগিকে কনস্যুলেট ভবনের ভেতরে হত্যার পর তার লাশ সরিয়ে ফেলা হয়েছে। তবে সৌদি আরব তুরস্কের দাবিকে ‘মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ’ বলে উড়িয়ে দিয়েছে।

খাশোগিকে সৌদি আরব হত্যা করেছে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘এই মুহূর্তে তারা এটা অস্বীকার করছে এবং তারা কড়াভাবেই অস্বীকার করছে। তারাও হতে পারে? হ্যা।’

কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা বিবেচনা করছেন জানতে চাইলে ট্রাম্প জানান, তিনি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি সীমিত করতে চান না।

তিনি বলেন, ‘কোন ধরনের নিষেধাজ্ঞা হবে তার ওপর এটা নির্ভর করবে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি আপনাকে একটা উদহারণ দিচ্ছি- তারা সামরিক অস্ত্রের ক্রয় আদেশ দিচ্ছে। বিশ্বের প্রত্যেকেই সেই আদেশ পেতে চেয়েছিল। রাশিয়া চেয়েছিল, চীন চেয়েছিল, আমরা চেয়েছিলাম। আমরা পেয়েছি এবং এর পুরোটাই পেয়েছি, প্রত্যেকেই এর জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

তিনি বলেন, ‘আমি যেটা করতে চাচ্ছি না সেটা বলছি। বোয়িং, লকহিড, রাইথিয়ন, আমি চাকরির বাজার নষ্ট করতে চাই না। এই এ ধরনের ক্রয় আদেশ হারাতে চাই না। আপনি জানেন, শাস্তি দেওয়ার ভিন্ন প্রক্রিয়াও আছে, একটি শব্দ ব্যবহার করা যা অনেক রুঢ়, এটা সত্য।’



রাইজিংবিডি/ঢাকা/১৩ অক্টোবর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়