ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে নিষিদ্ধ স্টুয়ার্ট ল

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৭, ১৭ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে নিষিদ্ধ স্টুয়ার্ট ল

ওয়েস্ট ইন্ডিজ কোচ স্টুয়ার্ট ল

ক্রীড়া ডেস্ক : আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে নিষিদ্ধ হয়েছেন স্টুয়ার্ট ল। এই সময়ে দলের ড্রেসিং রুমে থাকতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজ কোচ।

হায়দরাবাদে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আচরণবিধি ভঙ্গের জন্য লর ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে তিন ডিমেরিট পয়েন্ট।

গত বছরের মে মাসে ডমিনিকায় পাকিস্তানের বিপক্ষে টেস্টে একই কাজ করে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন ল। মোট চার ডিমেরিট পয়েন্ট হওয়ায় দুই ওয়ানদের জন্য নিষিদ্ধ হলেন তিনি।

ঘটনাটা দ্বিতীয় টেস্টের তৃতীয় ও শেষ দিনের। রবিচন্দ্রন অশ্বিনের বলে কাইরন পাওয়েল ক্যাচ দিয়েছিলেন স্লিপে, সেটা ধরেন অজিঙ্কা রাহানে। মাঠের আম্পায়াররা নিশ্চিত ছিলেন না রাহানে ধরার আগেই বল মাটি ছুঁয়েছিল কি না। টিভি আম্পায়ার বেশ কয়েকবার রিপ্লে দেখার পর আউটের সিদ্ধান্ত দেন।

সিদ্ধান্তটা কিছুতেই মানতে পারেননি ল। আউটের পর টিভি আম্পায়ারের রুমে গিয়ে অশালীন মন্তব্য করেন ক্যারিবীয় কোচ। এরপর চতুর্থ আম্পায়ারের রুমের কাছে গিয়ে খেলোয়াড়দের সামনে একই কাণ্ড করে বসেন তিনি।

নিজের অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেন ল। ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।




রাইজিংবিডি/ঢাকা/১৭ অক্টোবর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়