ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দারাজের ‘ইলেভেন ইলেভেন’ ইভেন্টে যা থাকছে

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ৬ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দারাজের ‘ইলেভেন ইলেভেন’ ইভেন্টে যা থাকছে

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মেলা ‘ইলেভেন ইলেভেন’-এর আয়োজন করতে যাচ্ছে দারাজ। এ মেলায় দারাজ অফার করছে বিভিন্ন রকমের ভাউচার, মেগা ডিল, ফ্ল্যাশ সেল, ১১ টাকা ডিল, মিসট্রি বক্স এবং আরো অন্যান্য আকর্ষণীয় ডিল।

সেরা ডিল : দারাজ ১১.১১ সেল ক্যাম্পেইনের উল্লেখযোগ্য ডিলগুলো হল- ৩০,০০০ টাকার শাওমি পোকো এফ ওয়ান ফোন, যা পাওয়া যাবে মাত্র ২৫,০০০ টাকায়, ২২% ছাড়ে পাওয়া যাবে গ্রে ব্র্যান্ডের স্প্লিট এসি, ইউনিলিভারের পিউর ইট আলটিমা পাওয়া যাবে ৫০০০ টাকা ছাড়ে, সনির ৩২ ইঞ্চি এলইডি টিভি ১৮,০০০ টাকায় পাওয়া যাবে এবং কেনাকাটায় সৌভাগ্যবান কুপন বিজয়ী থাইল্যান্ডে ৪ রাত ও ৫ দিনের ভ্রমণ প্যাকেজ উপভোগ করতে পারবেন মাত্র ১৫,২১০ টাকায়।

* পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ডিসকাউন্ট : দারাজ থেকে পণ্য কেনার জন্য থাকছে বিভিন্ন ধরনের ব্যাংক ডিসকাউন্ট, সঙ্গে আরো থাকবে বিকাশের ক্যাশব্যাক অফার। সাউথইস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, ব্যাংক এশিয়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনেদেনে পাওয়া যাবে ১০% পর্যন্ত মূল্যছাড় (সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত) এবং বিকাশ পেমেন্টে থাকছে সর্বোচ্চ ৩০% পর্যন্ত (সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত) ক্যাশব্যাক অফার। এছাড়াও সিটি ব্যাংকের ডেবিট/ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার।

* বিশেষ আকর্ষণ : ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ফ্ল্যাশসেল, ১১ টাকা ডিল ও মিসট্রি বক্স। অফারগুলো পাওয়া যাবে শুধুমাত্র নির্ধারিত সময়ে এবং সীমিত স্টকে, যার জন্যে ক্রেতাকে প্রতি ঘণ্টায় দারাজের অ্যাপটি ভিজিট করতে হবে। ফ্ল্যাশসেলে পাওয়া যাবে বিভিন্ন ধরনের পণ্য আকর্ষণীয় মূল্যছাড়ে। এছাড়া থাকছে ১১ টাকায় স্মার্টফোন, ট্রিমার, টিভি এবং আরো অনেক ধরনের পণ্য। মিসট্রি বক্স সারা বিশ্বের ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয়। যেখানে ক্রেতা মিসট্রি বক্সের পণ্য আসল দামের চেয়ে অনেক কম দামে পেয়ে থাকেন।

* ভাউচার : থাকছে নানা ধরণের আকর্ষণীয় ডিসকাউন্ট ভাউচার। ক্রেতাদের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা করে দারাজ দিচ্ছে ডাবল টাকা ভাউচার, ক্রেজি ভাউচার, আই লাভ ভাউচার, গেজ দ্য কোড ভাউচার এবং ব্র্যান্ড ভাউচার। নিজের সুবিধামত ভাউচার ব্যবহার করে দারাজ অ্যাপ ব্যবহার করে কেনা যাবে পছন্দের পণ্য।

ইলেভেন ইলেভেন বিশ্বের সবচেয়ে বড় বিক্রয় ইভেন্ট। বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন শপিং সাইট দারাজের প্যারেন্ট কোম্পানি চীনের আলীবাবা গ্রুপ এই ইভেন্টটি সর্বপ্রথম ২০০৯ সালে শুরু করেছিল। বিশ্বব্যাপী ১০ বছর ধরে চলা বহুল প্রতীক্ষিত এই ১১.১১ ইভেন্ট এবার বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ১১ নভেম্বর ২৪ ঘণ্টার জন্য দারাজ অ্যাপে অনলাইনে পণ্য কেনার বিশ্বের সবচেয়ে বড় এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। এই ইভেন্টে সর্বোচ্চ ৮৩% পর্যন্ত মূল্যছাড় সুবিধা মিলবে।




রাইজিংবিডি/ঢাকা/৬ নভেম্বর ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়