ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

১৩৫ রানে এগিয়ে খুলনা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ৬ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৩৫ রানে এগিয়ে খুলনা

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের দ্বিতীয় দিন শেষে রংপুর বিভাগের বিপক্ষে ১৩৫ রানে এগিয়ে রয়েছে খুলনা বিভাগ।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খুলনা বিভাগ প্রথমে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৬১ রান সংগ্রহ করে। জবাবে রংপুর বিভাগ তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে। ক্রিজে আছেন সোহরাওয়ার্দী শুভ (৩৫) ও তানবির হায়দার (৫)। তারা দুজন আগামীকাল বুধবার তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।

আজ মঙ্গলবার রংপুর বিভাগ ব্যাট করতে নেমে ২৪ রানে প্রথম উইকেট হারায়। রাকিন আহমেদ জিয়াউর রহমানের বলে মেহেদী হাসানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ১৪টি রান আসে তার ব্যাট থেকে। ৪৩ রানের মাথায় মাহমুদুল হাসান (৮) আউট হন। তাকে জিয়াউর রহমানের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান আব্দুল হালিম। ৭০ রানে অভিজ্ঞ ব্যাটসম্যান নাঈম ইসলামকে হারায় রংপুর। আব্দুর রাজ্জাকের বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। মাত্র ১৩টি রান করেন নাঈম। ১০২ রানের মাথায় আল-আমিন হোসেন ফেরত পাঠান উইকেটে থিতু হওয়া রংপুরের উদ্বোধনী ব্যাটসম্যান মেহেদী মারুফকে। মেহেদী হাসানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরার আগে ৪২টি রান আসে মারুফের ব্যাট থেকে। এরপর সোহরাওয়ার্দী শুভ ও তানবির হায়দার মিলে দিনের বাকি সময়টুকু পার করেন।

তার আগে ৮ উইকেট হারিয়ে ২১৭ রান তুলে প্রথম দিন শেষ করা খুলনা বিভাগ আজ মঙ্গলবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে। দুই অপরাজিত ব্যাটসম্যান আব্দুল হালিম ও মইনুল আজ দলীয় সংগ্রহকে টেনে নেন ২৪৫ পর্যন্ত। এই রানের মাথায় মইনুল রংপুরের সাজেদুলের বলে উইকেটরক্ষক ধীমান ঘোষের হাতে ক্যাচ দিয়ে ফেরত যান। যাওয়ার আগে সর্বোচ্চ ৫৪ রান করেন তিনি। ২৬১ রানের মাথায় শেষ উইকেট হারায় খুলনা।  এই রানে তানবির হায়দারের তৃতীয় শিকারে পরিণত হন আব্দুল হালিম। ২১টি রান আসে তার ব্যাট থেকে। আল-আমিন হোসেন অপরাজিত থাকেন ১১ রানে।

বল হাতে রংপুরের রবিউল হক, তানবির হায়দার ও সাজেদুল ইসলাম ৩টি করে উইকেট নেন।



রাইজিংবিডি/ঢাকা/৬ নভেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়