ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এক ওভারে ৪৩ রান দিয়ে আলাউদ্দিনকে ‘মুক্তি’ দিলেন লুডিক

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ৭ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক ওভারে ৪৩ রান দিয়ে আলাউদ্দিনকে ‘মুক্তি’ দিলেন লুডিক

কী ঝড়টাই না গেছে উইলেম লুডিকের ওপর দিয়ে

ক্রীড়া ডেস্ক : ২০১৩ সালে ঢাকা প্রিমিয়ার লিগের সেই ম্যাচের দুঃস্মৃতি ভুলে যেতে চাইতেও পারেন আলাউদ্দিন বাবু। যে ম্যাচে লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড গড়েছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এবার তাকে সেই অনাকাঙ্ক্ষিত রেকর্ড থেকে মুক্তি দিলেন নিউজিল্যান্ডের উইলেম লুডিক।

পাঁচ বছর আগে ঢাকা প্রিমিয়ার লিগে এক ওভারে ৩৯ রান দিয়েছিলেন আলাউদ্দিন। বুধবার নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের ফোর্ড ট্রফিতে এক ওভারে ৪৩ রান দিয়েছেন লুডিক। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ওভারে এটাই এখন সবচেয়ে বেশি রানের রেকর্ড।

এদিন হ্যামিল্টনের সেডন পার্কে মুখোমুখি হয়েছিল নর্দান ডিসট্রিক্টস ও সেন্ট্রাল ডিসট্রিক্টস। সেন্ট্রাল ডিসট্রিক্টসের পেসার লুডিকের কোটার শেষ ওভারে তাণ্ডব চালিয়েছেন নর্দান ডিসট্রিক্টসের দুই ব্যাটসম্যান জো কার্টার ও ব্রেট হ্যাম্পটন।

লুডিকের প্রথম বলটা উইকেটকিপারের পাশ দিয়ে চার মেরেছিলেন হ্যাম্পটন। পরের দুই নো বলে দুটি ছক্কা। পরের বলে আবার ছক্কা। হ্যাম্পটন এরপর সিঙ্গেল নিয়ে পার করে দেন কার্টারকে। শেষ তিন বলে কার্টার হাঁকান তিন ছক্কা।

লুডিক তার প্রথম ৯ ওভারে দিয়েছিলেন ৪২ রান। শেষ ওভারে দেন ৪৩! তার বোলিং ফিগার ছিল এরকম ১০-০-৮৫-১।

৯৫ রানে ৫ উইকেট হারানোর পর জুটি বেঁধেছিলেন কার্টার-হ্যাম্পটন। দুজন ষষ্ঠ উইকেটে যোগ করেন নর্দান ডিসট্রিক্টসের রেকর্ড ১৭৮ রান। মাত্র ৫ রানের জন্য নিজের প্রথম সেঞ্চুরি মিস করেছেন হ্যাম্পটন। কার্টার অবশ্য তিন অঙ্ক ছুঁয়েছেন। ৫০ ওভারে ৩১৩ রান তুলে ম্যাচটা ২৫ রানে জিতেছে নর্দান ডিসট্রিক্টস।

আলাউদ্দিন এক ওভারে ৩৯ রান দিয়েছিলেন ২০১৩ সালে ঢাকা প্রিমিয়ার লিগে মিরপুরে আবাহনীর হয়ে শেখ জামালের বিপক্ষে। সেই ওভারে তাকে চারটি ছক্কা ও তিনটি চার হাঁকিয়েছিলেন জিম্বাবুয়ের এল্টন চিগুম্বুরা। ওয়াইড ছিল দুটি, নো বল একটি। পাঁচ বছর আগের অনাকাঙ্ক্ষিত রেকর্ডটা আর বয়ে বেড়াতে হবে না আলাউদ্দিনকে।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ওভারে তৃতীয় সর্বোচ্চ রান ৩৭। এ বছরের জানুয়ারিতে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া মোমেন্টাম কাপে নাইটসের লেগ স্পিনার এডি লির এক ওভারে ৩৭ রান নিয়েছিলেন কেপ কোবরাসের জেপি ডুমিনি।

২০০৭ বিশ্বকাপে সেন্ট কিটসে নেদারল্যান্ডসের লেগ স্পিনার ডান ভন বাঙ্গয়ের এক ওভারে ছয় ছক্কায় ৩৬ রান নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবস। ওয়ানডে ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কার প্রথম কীর্তি সেটি।

২০১০ সালে ভারতের বিজয় হাজারে ট্রফিতে হায়দরাবাদ ও কেরালার ম্যাচে ডিওয়ারকা রবি তেজার এক ওভারে ৩৫ রান নিয়েছিলেন রাইফি গোমেজ।  




রাইজিংবিডি/ঢাকা/৭ নভেম্বর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়