ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিএনপি ২৪২, দুই জোটের শরিকরা ৫৮ আসনে লড়বে

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপি ২৪২, দুই জোটের শরিকরা ৫৮ আসনে লড়বে

জ্যেষ্ঠ প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪২ আসনে দলের প্রার্থী রেখে বাকি ৫৮টি আসন দুই জোটের শরিকদের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি।  এর মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের চার শরিক পেয়েছে ১৯টি আসন, ২০ দলীয় জোটের শরিকরা পেয়েছে ৩৯টি আসন।

জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদের মধ্যে গণফোরাম ৭টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ৪টি, নাগরিক ঐক্য ৪টি ও কৃষক শ্রমিক জনতা লীগ ৪টি আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে।

২০ দলীয় জোটের শরিকদের মধ্যে জামায়াত ২২টি, এলডিপি ৫টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ৩টি, খেলাফত মজলিস ২টি, বাংলাদেশ কল্যাণ পার্টি ১টি,  বাংলাদেশ জাতীয় পার্টি ১টি,  এনপিপি ১টি, পিপিবি ১টি, জাতীয় পার্টি (কাজী জাফর) ২টি এবং লেবার পার্টিকে ১টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। দুই জোটের শরিকদের মধ্যে সব দল ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করলেও শুধু এলডিপির সভাপতি অলি আহমেদ চট্টগ্রাম-১৪ আসনে লড়বেন দলীয় প্রতীক ছাতা নিয়ে।

এর আগে শুক্রবার ও শনিবার কয়েক দফায় ধানের শীষ প্রতীকের চূড়ান্ত প্রার্থীতালিকা ঘোষণা করেন বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জোটের শরিকদের সঙ্গে দীর্ঘ বৈঠকে আসন বণ্টনের বিষয়টি চূড়ান্ত হয়।



রাইজিংবিডি/ঢাকা/৯ ডিসেম্বর ২০১৮/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়