ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আন্দোলনকারীদের সঙ্গে বসবেন ম্যাক্রো, না থামলে কড়া পদক্ষেপ

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৭, ১০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আন্দোলনকারীদের সঙ্গে বসবেন ম্যাক্রো, না থামলে কড়া পদক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক : আন্দোলনকারী ট্রেড ইউনিয়ন ও কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।

রাজধানী প্যারিস ও অন্যান্য শহরে চার সপ্তাহ ধরে চলতে থাকা আন্দোলন স্তিমিত করতেই এ উদ্যোগ নিচ্ছেন ম্যাক্রো।

সোমবার এই বৈঠক হতে যাচ্ছে। বৈঠকের পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ম্যাক্রো। সেখানে তিনি বৈঠকের পর আন্দোলন না থামলে কড়া পদক্ষেপের ঘোষণা দেবেন বলে অনুমান করা হচ্ছে।

চার সপ্তাহ আগে জ্বালানি তেলে কর বৃদ্ধির প্রতিবাদে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সরকারের বিরুদ্ধে পরিবহন শ্রমিকদের ‘হলুদ পোশাক’ পরিধান করে আন্দোলন শুরু হয়। এরপর এ আন্দোলন ছড়িয়ে পড়ে জীবনযাত্রার মানের ব্যয় বৃদ্ধির প্রতিবাদেও। ক্রমান্বয়ে আন্দোলনটি সরকার বিরোধী আন্দোলনে রূপ নিচ্ছে।

শনিবারও প্রায় ১ লাখ ৩৬ হাজার ‘হলুদ পোশাকধারী’ প্রতিবাদকারীরা রাস্তায় নেমে সহিংস বিক্ষোভ শুরু করলে পুলিশ টিয়ার গ্যাস শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

এ পর্যন্ত প্রায় এক হাজার আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আন্দোলনে সহিংসতার মাত্রা দিন দিন বাড়ছে। অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন আন্দোলনের কারণে।

অর্থমন্ত্রী ব্রুনো লে মেয়ার ফ্রান্সের বর্তমান পরিস্থিতিকে অর্থনীতি ও ব্যবসার জন্য ‘মহাবিপর্যয়’ বলে আখ্যায়িত করেছেন।

শনিবার প্রধানমন্ত্রী ফিলিপ জাতীয় ঐক্য প্রতিষ্ঠার শপথ ব্যক্ত করে বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সাথে আলোচনা চলবে।’



রাইজিংবিডি/ঢাকা/১০ ডিসেম্বর ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়