ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দুই ও পাঁচ টাকার নতুন নোট আসছে বুধবার

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ১১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই ও পাঁচ টাকার নতুন নোট আসছে বুধবার

সচিবালয় প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে আগামীকাল বুধবার নতুন দুই ও পাঁচ টাকা মূল্যমানের নোট ইস্যু করা হবে। পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্য সব অফিসে এ কার্যক্রম চলবে।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত দুই ও পাঁচ টাকা মূল্যমানের নতুন কারেন্সি নোটে (সরকারি মুদ্রা) অর্থ সচিব আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর রয়েছে। নোটের রঙ, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের মতোই থাকবে।

এছাড়া, নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত একই মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রাও চালু থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, দেশে প্রচলিত আইন অনুসারে ১, ২ ও ৫ টাকার নোট সরকারি মুদ্রা। অপরদিকে, ১০ টাকার নোট থেকে ১০০০ টাকার নোট ব্যাংক মুদ্রা। সরকারি মুদ্রায় অর্থ সচিবের স্বাক্ষর থাকে, অপরদিকে ব্যাংক নোট বাংলাদেশ ব্যাংক গভর্নরের স্বাক্ষরে মুদ্রিত হয়। আগে ৫ টাকা ব্যাংক নোট থাকলেও ২০১৫ সালের নভেম্বর থেকে এটিকে সরকারি নোটে পরিবর্তন করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৮/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়