ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ক্ষিপ্র গতির এসএসডি

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৬, ১২ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্ষিপ্র গতির এসএসডি

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : চিতার চেয়ে ক্ষিপ্র গতির এবং বাজেটবান্ধব সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) দেশের বাজারে নিয়ে এসেছে টেক রিপাবলিক। অ্যাপাসার ব্র্যান্ডের প্যানথার এএস৩৪০ মডেলের এই এসএসডি ড্রাইভটির ধারণ ক্ষমতা যথাক্রমে ১২০ ও ২৪০ জিবি।

সাটা-৩ ইন্টারফেস হওয়ায় হার্ডডিস্কের তথ্য স্থানান্তর গতি সেকেন্ডে ৬ জিবি। ছোপ ছোপ নকশার এই ড্রাইভটির টপ প্যানেলে আছে সোনালী রঙের চিতাবাঘ মার্কা। পিসি’র মধ্যে জুড়ে দিতে রয়েছে স্ক্রু লাগানো তিনটি গর্ত।

অ্যাপাসার প্যান্থার এএস৩৪০ মডেলের ১২০ জিবি ধারণক্ষমতার ড্রাইভের রিডিং কর্মক্ষমতা সেকেন্ডে ৫০০ এমবি এবং রাইটিং কর্মক্ষমতা ৩৭৫ এমবি। অন্যদিকে ২৪০ জিবি ড্রাইভের রিডিং কর্মক্ষমতা সেকেন্ডে ৫০৫ এমবি ও রাইটিং কর্মক্ষমতা ৪১০ এমবি।

এএস৩৪০ প্যানথার এসএসডির মূল্য ধারণক্ষমতা ভেদে ২৭০০ ও ৪০০০ টাকা।



রাইজিংবিডি/ঢাকা/১২ জানুয়ারি ২০১৯/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়