ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘ওয়ালটন সেরা ছিল, সেরা আছে, সেরা থাকবে’

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ২০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ওয়ালটন সেরা ছিল, সেরা আছে, সেরা থাকবে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : ওয়ালটনের প্লাজা ব্যবস্থাপকদের পরস্পর সহযোগিতামূলক মনোভাব নিয়ে সম্মিলিত প্রচেষ্টায় ওয়ালটনের পণ্য বিক্রয়ে ২০১৯ সালের লক্ষ্যমাত্রা অর্জনের আহ্বান জানিয়েছেন ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর, হেড অব পিএসডি মোহাম্মদ রায়হান।

তিনি বলেন, ‘ওয়ালটন দেশের সেরা ছিল, সেরা আছে এবং আগামী দিনেও সেরা থাকবে। ২০১৯ সালে নতুন বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে বছরের শুরু থেকেই ওয়ালটনের সেলস বিভাগ সারা দেশেই নতুন উদ্যোগ, নতুন উদ্যোম নিয়ে কাজ শুরু করেছে। “উনিশে-বিশ” স্লোগানে সবাই সম্মিলিতভাবে এবং সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করলে বিক্রয় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। এজন্য আমাদের প্রচণ্ড পরিশ্রম করতে হবে। মাঠ পর্যায়ে নিজ নিজ কর্মদক্ষতা দেখাতে হবে।’

রোববার দুপুর চট্টগ্রাম মহানগরীর হোটেল টাওয়ার ইন-এ ওয়ালটনের ইয়ারলি সেলস প্ল্যানিং এবং এক্সচেঞ্জ ভিউ প্রোগ্রামে তিনি এই কথা বলেন। ওয়ালটন প্লাজা চট্টগ্রাম ইস্ট জোন, ওয়েস্ট জোন ও কক্সবাজার জোনের প্লাজা ম্যানেজারদের অংশগ্রহণে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ রায়হান বলেন, ‘বর্তমানে ওয়ালটন শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে। মাঠ পর্যায়ে ওয়ালটনের প্রতিটি প্লাজা ব্যবস্থাপককে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা প্রদান করা হয়েছে। একজন প্লাজা ব্যবস্থাপক একটি প্লাজার সব কিছু। ওয়ালটন পণ্য বিক্রয়, বিক্রয় বৃদ্ধি এবং গ্রাহক সন্তুষ্টির জন্য প্লাজা ব্যবস্থাপকদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।’



তিনি বলেন, ‘আমাদের সবাইকে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে। চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা থাকতে হবে। চ্যালেঞ্জ না নিলে লক্ষ্য অর্জন করা যাবে না। আমাদের সবার মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব থাকতে হবে। তবেই আমরা সফল হবো।’

কনফারেন্সে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ালটন গ্রুপের ক্রেডিট মনিটরিং বিভাগের মো. রিপন, আলামিন সরকার, মোবাইল মনিটরিং বিভাগের মোরশেদ তালুকদার, বিভাগীয় প্রধান প্লাজা সেলস অ্যান্ড ডেভলপমেন্ট (পিএসডি-২)  আরিফুল ইসলাম, চট্টগ্রাম ওয়েস্ট জোনের এরিয়া ম্যানেজার ইমরোজ হায়দার খান, ইস্ট জোনের এরিয়া ম্যানেজার আরিফ মহিউদ্দিন, কক্সবাজার জোনের এরিয়া ম্যানেজার আরাফাত হোসাইন, রাইজিংবিডির চট্টগ্রাম ব্যুরো প্রধান রেজাউল করিম।

এ ছাড়া, ওয়ালটন প্লাজা চট্টগ্রাম মহানগরী, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, রাউজান, হাটহাজারী, লোহাগাড়া, পটিয়াসহ চট্টগ্রাম অঞ্চলের সকল ওয়ালটন প্লাজার প্লাজা ব্যবস্থাপক এবং সার্ভিস সেন্টার ব্যবস্থাপকরা কনফারেন্সে অংশ নেন।




রাইজিংবিডি/চট্টগ্রাম/২০ জানুয়ারি ২০১৯/রেজাউল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়