ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শুরু হয়েছে যুগপূর্তি জাতীয় পিঠা উৎসব

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ২৩ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুরু হয়েছে যুগপূর্তি জাতীয় পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে ১০ দিনব্যাপী যুগপূর্তি জাতীয় পিঠা উৎসব-২০১৯।

বুধবার বিকেলে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন।

উৎসব প্রাঙ্গণে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত নাটক, নৃত্য, আবৃত্তি, সঙ্গীত, কৌতুক, যাদু প্রদর্শনী হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আতাউর রহমান, নৃত্যগুরু আমানুল হক, চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি ম হামিদ। স্বাগত বক্তব্য দেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব খন্দকার শাহ্ আলম।



প্রসঙ্গত, পিঠা উৎসব শুরু হয় ২০০৮ সালের জানুয়ারি মাসে। ধীরে ধীরে এই উৎসব বাংলাদেশের শিল্প সংস্কৃতিক অঙ্গনের মানুষের মিলনমেলায় পরিণত হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় পিঠা উৎসব আয়োজনের মূল লক্ষ্যই হচ্ছে নাগরিক জীবনে বিভিন্ন ধরনের পিঠাকে পরিচিত করে তোলা।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৯/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়