ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সরকারি হলো আরো তিন কলেজ

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ৪ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকারি হলো আরো তিন কলেজ

সচিবালয় প্রতিবেদক : প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আরো তিনটি কলেজ সরকারি করা হয়েছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আবু কায়সার খান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সরকারি হওয়া কলেজগুলো হচ্ছে— জয়পুরহাটের কালাই উপজেলার কালাই মহিলা ডিগ্রি কলেজ, বগুড়ার শাজাহানপুর উপজেলার কমরউদ্দিন ইসলামিয়া কলেজ এবং শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়।

এই তিনটি বেসরকারি কলেজ সরকারি হওয়ার পর দেশে এ পর্যন্ত মোট সরকারি কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ালো ৬০১টি।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন, যেসব জেলা ও উপজেলায় সরকারি স্কুল ও কলেজ নেই, সেসব জেলা ও উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করা হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় এবার এই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করা হলো।



রাইজিংবিডি/ঢাকা/৪ ফেব্রুয়ারি ২০১৯/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়