ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

দ্রুত প্রকল্প বাস্তবায়ন চায় এডিবি

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ৫ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ্রুত প্রকল্প বাস্তবায়ন চায় এডিবি

নিজস্ব প্রতিবেদক : এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে চলমান প্রকল্পের পাশাপাশি আরো নতুন এলাকায় তাদের সহযোগিতা চায় বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়। অন্যদিকে, সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি এডিবি চায়, প্রকল্পের দ্রুত বাস্তবায়ন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর দপ্তরে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠকে শেষে এসব কথা জানান মন্ত্রী ও এডিবির কান্ট্রি ডিরেক্টর।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এডিবির কান্ট্রি ডিরেক্টর এসেছেন আমার সঙ্গে দেখা করার জন্য। তারা আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক খুব স্বাভাবিক। দিন দিন আমাদের সম্পর্ক অর্থনৈতিক দিকে আরো উন্নতি করছে।

তিনি বলেন, আমরা আশা করি, নতুন সরকারের সময়েও তাদের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে। যেসব প্রকল্পে আমরা তাদের সহযোগিতা পাচ্ছিলাম, এগুলো চলমান থাকবে। পাশাপাশি নতুন এলাকায়ও আমরা তাদের সহযোগিতা পাব। আমরা সেগুলো আলাপ করেছি।’

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আরো ঘনিষ্ঠভাবে কাজ করব। আমাদের কিছু প্রকল্প কাজ চলছে। এগুলো খুব দ্রুত সম্পন্ন হবে। সেগুলোর সুফল খুব দ্রুতই মানুষ পাবেন।’

মনমোহন প্রকাশ আরো বলেন, ‘অর্থমন্ত্রী একজন অভিজ্ঞ ব্যক্তি। তিনি অর্থ মন্ত্রণালয়ে এসেছেন। আশা করি, অনেক দ্রুত প্রকল্প বাস্তবায়নে আমরা তার সহযোগিতা পাব। আমরা বৃহৎ অর্থনৈতিক বিষয়গুলো নিয়েও আলোচনা করেছি। বাংলাদেশ খুবই ভালো করছে। আমরা আরো নিবিরভাবে কাজ করতে চাই।’



রাইজিংবিডি/ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৯/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়