ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শামসুর ভালো করায় ‘ভালো লাগছে’ ইমরুলের

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ৫ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শামসুর ভালো করায় ‘ভালো লাগছে’ ইমরুলের

ক্রীড়া প্রতিবেদক : বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে গতকাল চার নম্বরে নেমে কী দারুণ ইনিংসটাই না খেললেন শামসুর রহমান শুভ! তার ১৫ বলে ৪ চার ও ২ ছক্কায় খেলা অপরাজিত ৩৪ রানের ইনিংস কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ফাইনালে তুলতে রেখেছে বড় অবদান।

এবারের বিপিএলে এখন পর্যন্ত অবশ্য তেমন বড় ইনিংস খেলতে পারেননি শামসুর। যখন যে ম্যাচে ব্যাটিংয়ে নামছেন, সেখান থেকে বড় ইনিংস খেলার সুযোগও অবশ্য খুব একটা থাকে না। তবে দলের বেশ কিছু ম্যাচ জয়ে তার ইনিংসগুলো রেখেছে বড় অবদান। সব মিলিয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচে করেছেন ২১০ রান।

অথচ বিপিএলের নিলামে শামসুরকে কেউ দলেই টানেনি! পরে তামিম ইকবালের চাওয়ায় তাকে দলে নেয় কুমিল্লা। আস্থার প্রতিদান বেশ ভালোভাবেই দিচ্ছেন একটা সময় তিন ফরম্যাটেই জাতীয় দলের হয়ে খেলা ৩০ বছর বয়সি ডানহাতি এই ব্যাটসম্যান।

রংপুরকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে যাওয়ার পর সংবাদ সম্মেলনে শামসুরকে নিয়ে নিজের মুগ্ধতার কথা শোনালেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস, ‘শামসুরের ব্যাটিংটা আমাদের দলের জন্য দরকার হচ্ছে। ওকে আমরা শাফল করাচ্ছি। জাতীয় দলে খেলেছে ও। একবার বিপিএলে অনেক রান করেছে (২০১৩ বিপিএলে ৪২১ রান)। ফাইনাল ম্যাচেও আশা করি ভালো করবে। শুভর মতো খেলোয়াড় ভালো করলে ভালো লাগে।’

 



দল ফাইনালে ওঠায় খুশি কুমিল্লার অধিনায়ক, ‘ফাইনাল খেলতে পারলে তো অনুভূতি ভালো লাগে। টুর্নামেন্ট শুরুর আগে সবাই প্রত্যাশা করে যে দল ফাইনাল খেলবে। আজ দল ভালো করায় আমরা ফাইনালে। আমরা খুশি।’

প্রথম দুই ম্যাচের পর স্টিভেন স্মিথ চোট নিয়ে দেশে ফিরলে কুমিল্লার অধিনায়কত্ব পান ইমরুল। সেই ইমরুলের অধীনেই ফাইনাল খেলতে যাচ্ছে তৃতীয় আসরের চ্যাম্পিয়নরা। শেষ দুই ম্যাচে অবশ্য মাঠে খেলোয়াড় সাজানো থেকে শুরু করে সবকিছুতে তামিম ইকবালকে বেশি সক্রিয় দেখা গেছে।

অধিনায়কত্ব উপভোগ করার পাশাপাশি মাঠে তামিমের সঙ্গে অনেক কিছু নিয়েই কথা হয় বলে জানালেন ইমরুল, ‘অধিনায়কত্ব উপভোগ করছি। দল যখন ভালো করে তখন সবকিছুই উপভোগ করা যায়। তামিম আর আমি মাঠে থাকলে অনেক কিছু নিয়ে কথা হয়।’ 



রাইজিংবিডি/ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়