ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গোপালগঞ্জে সাংবাদিক লাঞ্চিত, গ্রেপ্তার ১

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে সাংবাদিক লাঞ্চিত, গ্রেপ্তার ১

সাংবাদিক মো. ফায়েকুজ্জামান (বায়ে) এবং মো. নিজামুল আলম মোরাদ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অনিয়মের প্রতিবেদন করতে গিয়ে এক ইউপি চেয়ারম্যান এবং তার ভাইয়ের হাতে দৈনিক যায়যায়দিনের উপজেলার প্রতিনিধি মো. নিজামুল আলম মোরাদ এবং দৈনিক ভোরের ডাকের উপজেলার প্রতিনিধি মো. ফায়েকুজ্জামান  লাঞ্চিত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার পারুলিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার  সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে।

কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজামুল আলম মোরাদ জানান, উপজেলার পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মোকিমুল ইসলাম মকিমের ভাই মিলনের বিরুদ্ধে জমি দখল করার অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রতিবাদে ইউনিয়ন পরিষদের সদস্যরা বিক্ষোভ করে। এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।

এ ঘটনার পর কাশিয়ানী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফায়েকুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. নিজামুল আলম মোরাদ সেই এলাকায় যান প্রতিবেদন করতে।

এ সময় চেয়ারম্যানের ছোট ভাই মিলন শেখ (৩০) এবং মনির শেখ (২৭) সহ ৭/৮ জন যুবক দুই সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্চিত করে।

এ ঘটনায় কাশিয়ানী থানায় চেয়ারম্যানের দুই ভাইসহ অজ্ঞতনামা ৭/৮ জনের নামে অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ মনির শেখরকে (২৭) গ্রেপ্তার করে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/৬ ফেব্রুয়ারি ২০১৯/বাদল সাহা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়