ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আওয়ামী পন্থীদের প্যানেল ঘোষণা

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ১১ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আওয়ামী পন্থীদের প্যানেল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৯ -২০২০ সালের নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সাদা প্যানেল।

এই প্যানেলে সভাপতি প্রার্থী হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন ও  সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুন নূর দুলালের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার সমিতির ভবনের উত্তর হলে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের ঘোষণা দেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদকীয় পদে সাতজন এবং সদস্য পদে সাতজনসহ মোট ১৪ পদে ভোটগ্রহণ করা হয়ে থাকে।

আওয়ামী প্যানেল থেকে সম্পাদকীয় পদে মনোনীত প্রার্থীরা হলেন – বিভাস চন্দ্র (সহসভাপতি), মো. জসিম উদ্দিন (সহসভাপতি), সৈয়দ আলম টিপু (কোষাধ্যক্ষ), মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া (সহসম্পাদক) এবং কাজি শামসুল হাসান শুভ (সহসম্পাদক)।

সদস্য পদে মনোনীত সাতজনের মধ্যে ছয়জন হলেন – মোহাম্মদ জগলুল কবির, মশিউর রহমান, শামীম সরদার, আফিয়া আফরোজি রানী, আওলাদ হোসেন এবং হুমায়ূন কবির। তবে একজন সদস্য প্রার্থীর নাম এখনো ঘোষণা হয়নি।

প্রাক্তন আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, এ এফ এম মেজবাহ, এ কে এম ফয়েজ, ড. বশির আহমেদ, ড. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, এ কেএম আমিন উদ্দিন মানিক  প্রমুখ।

আগামী মার্চে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।



রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৯/মেহেদী/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়