ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চ্যাম্পিয়নস লিগে বেনজেমার মাইলফলক

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ১৪ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চ্যাম্পিয়নস লিগে বেনজেমার মাইলফলক

ক্রীড়া ডেস্ক : আয়াক্সের মাঠে গতকাল রিয়াল মাদ্রিদের হয়ে দ্বিতীয়ার্ধে গোলের দেখা পান করিম বেনজেমা। প্রতিপক্ষের মাঠে জয়ের ম্যাচে এ গোলের মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে অসাধারন এক মাইলফলকে পৌঁছেছেন ফরাসি এ তারকা।

হুয়ান ক্রুইফ অ্যারেনায় গোল করে চ্যাম্পিয়নস লিগে বেনজেমার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৬০। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় চতুর্থ স্থানে উঠেছেন বেনজেমা। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে তার চেয়ে বেশি গোল নিয়ে তালিকার উপরে থাকা তিন খেলোয়াড় হলেন ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও রাউল গঞ্জালেস।

আয়াক্সের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৬০ মিনিটে গোলের দেখা পান বেনজেমা। ফরাসি তারকার এ গোলে ভূমিকা রাখেন ভিনিসিয়াস জুনিয়র। শেষপর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে ফিরে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।

চ্যাম্পিয়নস লিগে ৬০ গোলের দেখা পেতে ১১০টি ম্যাচ খেলতে হয়েছে বেনজেমাকে। ১২১ গোল নিয়ে এ তালিকার শীর্ষে জুভেন্টাস তারকা রোনালদো। ১০৬ গোল নিয়ে তারপর বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি। আর ৭১ গোলে নিয়ে তিন নম্বর অবস্থানটি ধরে রেখেছেন রিয়ালের স্প্যানিশ তারকা রাউল গঞ্জালেস। লস ব্লাঙ্কোসদের হয়ে চারবার মর্যাদার এ ‍টুর্নামেন্টের শিরোপা জেতেন বেনজেমা। চলতি বছরে সব প্রতিযোগিতায় ৮ গোল করেছে দারুণ ফর্মে থাকা এ তারকা।



রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়