ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চাকরি দেওয়ার নামে প্রতারণাকারী ৯ জন গ্রেপ্তার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ২৬ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাকরি দেওয়ার নামে প্রতারণাকারী ৯ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া প্রতারকচক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তিন বাহিনী ও বিভিন্ন মন্ত্রণালয়ের ভুয়া নিয়োগপত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিলে পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন মসজিদ গলির দোতলা একটি অফিসে অভিযান পরিচালনা করে র‌্যাব-১০ এর একটি দল। এ সময় ভেতর থেকে প্রতারক চক্রের প্রধান মো. আতিকসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। অফিসের ভেতর তল্লাশি করে নিয়োগপত্রসহ বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সিল উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা এক কর্মকর্তা জানান, আতিক নিজেকে সেনাবাহিনীর লে. কর্নেল পরিচয় দেয় যা ভুয়া। তারা বেকার যুবকদেরকে সশস্ত্র বাহিনী ও বিভিণœ মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখায়। পরে চাকরি প্রত্যাশী যুবকের কাছ থেকে হাতিয়ে নেয় লাখ-লাখ টাকা। অথচ তারা কাউকে এ পর্যন্ত কোন ধরনের চাকরি দিতে পারেনি।



রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৯/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়