ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

শিল্পায়নে বিনিয়োগ বাড়ানোর আহ্বান মেয়র লিটনের

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিল্পায়নে বিনিয়োগ বাড়ানোর আহ্বান মেয়র লিটনের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : শিল্পায়ন ও গার্মেন্টস কারখানা তৈরির মাধ্যমে বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে। এজন্য শিল্পায়নে বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

মেয়র বলেন, ‘রাজশাহীর জন্য সরকার ইতোমধ্যে বিসিক-২, বিশেষ অর্থনৈতিক জোন ও চামড়া শিল্পপার্ক স্থাপনের অনুমোদন দিয়েছে। এসব কাজ প্রক্রিয়াধীন। এসব শিল্প এলাকায় প্রকৃত উদ্যোক্তাদের প্লট বরাদ্দ দেওয়া হবে।’

বুধবার দুপুরে নগর ভবনের মিনি কনফারেন্স কক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সাথে মতবিনিময় সভায় মেয়র এসব কথা বলেন।

খায়রুজ্জামান লিটন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।’

এ সময় মেয়র রাজশাহীতে তিনটি শিল্পাঞ্চল অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘যত দিন যাবে কাজের গতি তত বাড়বে। এখন প্রকৃত উদ্যোক্তাদের আগ্রহী ও উৎসাহিত করতে হবে, তাদের রাজশাহীতে আনতে হবে, যাতে তারা এখানে বিনিয়োগ করে। বিসিক-২ এর কার্যক্রমে রাসিক ও বিসিক যৌথভাবে কাজ করবে। এর উদ্দেশ্য কর্মসংস্থান সৃষ্টি করা। হয়তো সময় লাগবে। কিন্তু পরিকল্পিতভাবে এগিয়ে গেলে আমরা ভালোভাবেই করতে পারব।’

সভায় উপস্থিত বিসিকের কর্মকর্তাবৃন্দ রাজশাহী চেম্বারের নেতৃবৃন্দ সহজে ব্যাংক ঋণপ্রাপ্তি ও ঋণের সুদের হার কমানোসহ বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এ ব্যাপারে তাদের সহযোগিতার আশ্বাস দেন মেয়র।

সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, নিবার্হী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, বিসিক রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক তামান্না রহমান, উপব্যবস্থাপক শামীম হোসেন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, পরিচালক মাসুদুর রহমান রিংকু, উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীনসহ অন্যান্য কর্মকর্তা ও নেতা।

 

 

 

রাইজিংবিডি/রাজশাহী/২৭ ফেব্রুয়ারি ২০১৯/তানজিমুল হক/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়