ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাজউকের ৮৪টি প্লটের বরাদ্দ নিয়ে হাইকোর্টের রুল

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ৫ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজউকের ৮৪টি প্লটের বরাদ্দ নিয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক : আদালতের নির্দেশ অমান্য করে ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পের নকশা পরিবর্তন করে গোপনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ৮৪টি প্লট বরাদ্দের ঘটনায় রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে নকশা পরিবর্তন করে ৮৪টি প্লট তৈরি এবং তা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

আগামী দুই মাসের মধ্যে রাজউকসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী পুর্ণেন্দু বিকাশ দাশ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

এর আগে গত ৩ মার্চ একটি জাতীয় দৈনিকে ‘গোপনে ৮৪ প্লট বরাদ্দ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, উচ্চ আদালতের নির্দেশ অবজ্ঞা করে পুর্বাচল নতুন শহর প্রকল্পের নকশা (লে-আউট প্লান) পরিবর্তন করে প্রায় শ’ খানেক নতুন প্লট তৈরি করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। দেড় থেকে ১০ বিঘা আয়তনের এসব প্লট ইতিমধ্যে গোপনে বরাদ্দও করা হয়েছে।’

এরপর গত ৪ মার্চ ওই প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে প্লট বরাদ্দের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী পুর্ণেন্দু বিকাশ দাশ। এরপর ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট।



রাইজিংবিডি/ঢাকা/৫ মার্চ ২০১৯/মেহেদী/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়