ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কক্সবাজার ও নরসিংদী সদর উপজেলায় ভোট ৩১ মার্চ

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ২১ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কক্সবাজার ও নরসিংদী সদর উপজেলায় ভোট ৩১ মার্চ

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সদর ও নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট আগামি ৩১ মার্চ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ইসির যুগ্ম-সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান।

আসাদুজ্জামান বলেন, ‘কক্সবাজার সদর উপজেলা ও নরসিংদী সদর উপজেলায় ভোট ২৪ মার্চ হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে চতুর্থ ধাপে ৩১ মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।’

কক্সবাজার সদর ও নরসিংদী সদর উপজেলা নির্বাচনে ইভিএমে ভোট হওয়ার কথা রয়েছে। এদিকে তৃতীয় ধাপে ১২৭ উপজেলার ভোট হওয়ার কথা থাকলেও বিনা প্রতিদ্বন্দ্বিতা ও আদালতের স্থগিতাদেশের কারণে এ সংখ্যা চূড়ান্তভাবে আরও কমে আসবে।

ইসির সহকারী সচিব আশফাকুর রহমান জানান, বৃহস্পতিবার আদালতের আদেশে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার তিনটি পদের ভোট স্থগিত করা হয়েছে। ২৪ মার্চ তৃতীয় ধাপে এ ভোট হওয়ার কথা ছিল। সেক্ষেত্রে জেলার সদর উপজেলা ও কুতুবদিয়া ছাড়া পেকুয়া, মহেশখালী, রামু, উখিয়া ও টেকনাফের ভোট হবে রোববার।



রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৯/হাসিবুল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়