ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘পুঁজিবাজারে বিনিয়োগ না এলে রাজস্ব, কর্মসংস্থান, জিডিপি বাড়বে না’

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৬, ২৮ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পুঁজিবাজারে বিনিয়োগ না এলে রাজস্ব, কর্মসংস্থান, জিডিপি বাড়বে না’

অর্থনৈতিক প্রতিবেদক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পুঁজিবাজারে বিনিয়োগ না এলে শিল্পকারখানার চাকা ঘুরবে না; রাজস্ব, কর্মসংস্থান, জিডিপি বাড়বে না। তাই আমাদের বেশি বিনিয়োগের জন্য প্রস্তুতি নিতে হবে।

বৃহস্পতিবার  রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির সাথে সরাসরি সম্পৃক্ততা রয়েছে পুঁজিবাজারের। পুঁজিবাজারকে একদিকে সরিয়ে দিয়ে দেশের অর্থনীতি চিন্তা করা যায় না। দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি পুঁজিবাজারকে একটি ফ্যামিলি হিসেবে তৈরি করতে চাই।

তিনি বলেন, পুঁজিবাজারের অনেক প্রতিবন্ধকতা দূর করা হয়েছে। এর উন্নয়নে সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। এটি আমার জন্য একটি চ্যালেঞ্জ। সরকারের প্রতি, দেশের প্রতি বিশ্বাস রাখুন; আমাদের কেউ ঠকাতে পারবে না। আমরা বীরের জাতি, আমরা জিতব, জিতবই। অনেক সময় আমরা অতি লিপ্সায় বিনিয়োগ করে সর্বস্বান্ত হয়ে যাই। বিনিয়োগের ক্ষেত্রে আগে আমাদের বাজার বুঝতে হবে।

বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আর্থিক বিভাগের সচিব আসাদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন বিএসইসির কমিশন সদস্য কামারুজ্জামান, স্বপন কুমার বালা, হেলাল উদ্দিন নিজামী প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২৮ মার্চ ২০১৯/নাসির/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়