ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা : প্রক্টর

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৯, ৩ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা : প্রক্টর

নিজস্ব প্রতিবেদক : তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত স্বাপেক্ষে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ তবে প্রক্টরের কথায় অবস্থান থেকে সরে যেতে রাজি নন আন্দোলনকারীরা। 

ভিপি নুরুলহক নুর বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট। কারা হামলা করেছে সেটাও স্পষ্ট। হামলার উপযুক্ত বিচার করতে হবে। অছাত্রদের হল থেকে বের করতে হবে। অন্যথায় আমরা এখান থেকে সরব না।’ 




রাইজিংবিডি /ঢাকা/৩ এপ্রিল ৩০১৯/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়