ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘আর্থিক খাতের দুর্বল জায়গা ব্যাংকিং খাত’

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ৪ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আর্থিক খাতের দুর্বল জায়গা ব্যাংকিং খাত’

নিজস্ব প্রতিবেদক : ব্যাংকিং খাত বাংলাদেশের আর্থিক খাতের সবচেয়ে বড় দুর্বল জায়গা এবং খেলাপি ঋণকে এই খাতের প্রধান সমস্যা বলে মনে করেছেন বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের লিড ইকোনমিস্ট জাহিদ হোসেন।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আউটলুক-২০১৯’ শীর্ষক প্রতিবেদন প্রকাশকালে তিনি এই কথা জানান।

জাহিদ হোসেন বলেন, ‘দেশের বড় তিনজন ঋণ গ্রহীতা যদি ঋণখেলাপি হয় এবং তাদের প্রতিষ্ঠান আর্থিক বিপর্যয়ের মধ্যে পড়লে ২১টি ব্যাংক মূলধন সংকটে পড়বে। এমন ঋণখেলাপির সংখ্যা সাতজন হলে ৩১টি এবং ঋণখেলাপির সংখ্যা ১০ জন হলে ৩৫টি ব্যাংক মূলধন সংকটে পড়বে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ব্যাংকিং খাতে বড় বড় ঋণখেলাপি রয়েছে। একেকজনকে তিন-চার বার করে ঋণ পুনঃতফসিল করতে দেওয়ার মাধ্যমে আর্থিক খাত, বিশেষ করে ব্যাংক দুর্বল হচ্ছে। এভাবে পুনঃতফসিলের কোনো যৌক্তিকতা নেই।’

তিনি আরো বলেন, ‘সম্প্রতি ঋণখেলাপিদের ৯ শতাংশ সরল সুদে ঋণ পরিশোধের সুযোগ দিতে অর্থমন্ত্রীর ঘোষণা দিয়েছেন। এভাবে ঋণ পরিশোধের সুযোগ করে দেওয়া হলে ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়বে।’

জাহিদ হোসেন বলেন, ‘৯৫ হাজার কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে। এসব খেলাপি ঋণকে অনিচ্ছাকৃত বলা যাবে না। গত ১৫ বছরে দেশে এমন কিছু ঘটেনি যে বারবার ঋণ পুনঃতফসিল করতে হবে। এভাবে পুনঃতফসিল করা হলে ব্যাংকগুলো লোকসানে পড়ে যাবে।’

তিনি বলেন, ‘আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোকে ঠিকমতো দায়িত্ব পালন করতে দেওয়া উচিত। বিশেষ করে বাংলাদেশ ব্যাংক যেন ঠিকমতো দায়িত্ব পালন করতে পারে, তা নিশ্চিত করতে হবে। তাদের কাজে যেন হস্তক্ষেপ না করা হয়।’




রাইজিংবিডি/ঢাকা/৪ এপ্রিল ২০১৯/হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়