ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এডিপি বাস্তবায়নের হার ৪৭ দশমিক ২৪ শতাংশ

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৮, ৯ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এডিপি বাস্তবায়নের হার ৪৭ দশমিক ২৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরে ডিসেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার ৪৭ দশমিক ২৪ শতাংশ বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের ইআরডি কনফারেন্স রুমে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন,  চলতি অর্থবছরে ডিসেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার ৪৭ দশমিক ২৪ শতাংশ। টাকার অংকে ৮৩ হাজার ৪৩২ কোটি টাকা। গত ২০১৭-১৮ অর্থবছরে এই সময়ে ছিল ৪৫ দশমিক ৬৫ শতাংশ। টাকার অংকে ৭১ হাজার ৯৪০ কোটি টাকা।

এছাড়া গত মার্চে মূল্যস্ফীতির হার জাতীয় পর্যায়ে, সাধারণ পয়েন্ট-টু পয়েন্টের ভিত্তিতে হয়েছে ৫ দশমিক ৫৫ ভাগ, যা ফেব্রুয়ারিতে ছিল শতকরা ৫ দশমিক ৪৭ ভাগ। এবং মার্চ ২০১৮ তে ছিল শতকরা ৫ দশমিক ৬৮ ভাগ।



রাইজিংবিডি/ঢাকা/৯ এপ্রিল ২০১৯/হাসিবুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়