ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলা সাংস্কৃতিক বলয় তৈরির আহ্বান নৌপ্রতিমন্ত্রীর

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ১৪ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলা সাংস্কৃতিক বলয় তৈরির আহ্বান নৌপ্রতিমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক : সারা দেশে বাংলা সাংস্কৃতিক বলয় তৈরি করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রোববার রাজধানীর শিশুপার্ক প্রাঙ্গণে ঋষিজ শিল্পী গোষ্ঠী আয়োজিত বর্ষবরণ উৎসব ১৪২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানিয়ে তিনি বলেন, বাঙালি বরাবরের মতো এবারও বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে। আবহমান বাংলার হাজার বছরের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতায় বাঙালি নতুন বছরকে বরণ করে নেয়। চিরায়ত বাঙালির এ ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করে।

প্রতিমন্ত্রী বলেন, বর্ষবরণ উৎসবকে বাধাগ্রস্ত করতে অতীতে ষড়যন্ত্র হয়েছিল, ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সব বাধা অতিক্রম করে দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঋষিজ শিল্পী গোষ্ঠীর সভাপতি ফকির আলমগীর বক্তৃতা করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও নির্মাতা আনোয়ার হোসেন এবং প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের নামে উৎসবটি উৎসর্গ করা হয়।

প্রতিমন্ত্রী সংবর্ধিত শিল্পী ইকবাল খোরশেদ ও ঝর্ণা সরকারের হাতে ক্রেস্ট তুলে দেন।



রাইজিংবিডি/ঢাকা/১৪ এপ্রিল ২০১৯/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়