ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়ালটনের সৌজন্যে বৈশাখী মেলা শুরু

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ১৪ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটনের সৌজন্যে বৈশাখী মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের সদর উপজেলায় ওয়ালটনের সৌজন্যে দুই দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে।

সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর গ্রামের আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে মেলার আয়োজন করেছে দেশীয় ইলেকট্রনিক ও ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

 



রোববার শুরু হওয়া মেলা চলবে সোমবার বিকেল পর্যন্ত।

মেলা প্রাঙ্গনে দর্শনার্থীদের বিনোদনের জন্য আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে টাঙ্গাইলের স্থানীয় ও ঢাকা থেকে আগত শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করছেন।

 



মেলায় বিভিন্ন আসবাবপত্র, শিশুদের খেলনা, খাবারের দোকানসহ শতাধিক স্টল অংশ নিয়েছে। মেলা ঘিরে গোসাই জোয়াইর, শালিনা, ঘারিন্দাসহ আশপাশের ১৫টি গ্রামে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর সহায়তায় এবার টানা পঞ্চমবারের মতো বৈশাখী মেলার আয়োজন করল ওয়ালটন গ্রুপ। 



রাইজিংবিডি/টাঙ্গাইল/১৪ এপ্রিল ২০১৯/শাহরিয়ার সিফাত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়