ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কারাগারে পাঠানো হয়েছে বশিরকে

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ১৭ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কারাগারে পাঠানো হয়েছে বশিরকে

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল বশিরকে কারাগারে পাঠিয়েছে সুদানের সেনাবাহিনী। বুধবার বশিরের পারিবারিক সূত্র এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে নাটকীয়ভাবে তিন দশক ধরে ক্ষমতায় থাকা বশিরকে উৎখাত করে সেনাবাহিনী। এরপর থেকে ৭৫ বছরের বশির কোথায় আছে সে সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। দেশটির ক্ষমতায় থাকা সামরিক কাউন্সিল শুধু জানিয়েছিল, তাকে ‘নিরাপদ স্থানে’ রাখা হয়েছে।

মঙ্গলবার রাতে তাকে খার্তুমের কোবের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে একটি সূত্র জানিয়েছে।

কারাগারের কাছে থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কারাগারের বাইরে বিপুল সংখ্যক সেনা ও আধা-সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

তবে বশিরের এই আটক বিক্ষোভকারীদের রাজপথ থেকে ফেরাতে পারেনি। বুধবার সাদা অ্যাপ্রন পরে বিপুল সংখ্যক চিকিৎসক বিক্ষোভকারীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে সেনা সদর দপ্তরের বাইরে  অবস্থান কর্মসূচি পালন করেছে। এ সময় তারা ‘স্বাধীনতা, শান্তি , বিচার’ স্লোগান দিয়েছে। বাকস্বাধীনতার দাবিতে সাংবাদিকরাও পৃথক মিছিল করেছে।

সুদানের নতুন সামরিক কাউন্সিল জানিয়েছে, বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে দুই বছর তারা শাসন করবে। তবে বিক্ষোভকারীরা সেনাদের এই দাবি মানতে নারাজ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ এপ্রিল ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়