ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সৌম্যর আরেকটি সেঞ্চুরি, ছক্কার রেকর্ড

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ২৩ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌম্যর আরেকটি সেঞ্চুরি, ছক্কার রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক : আগের রাউন্ডে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ঝোড়ো সেঞ্চুরি করে আবাহনীকে বাঁচিয়েছিলেন সৌম্য সরকার।  একদিন পর আবার তার ব্যাট থেকে এলো সেঞ্চুরি।

আজ জিতলেই শিরোপা যাবে আবাহনীর ঘরে। দলকে শিরোপা জেতানোর দায়িত্বটা যেন নিজ কাঁধে নিয়েছেন সৌম্য! বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে সৌম্য ৭৮ বলে পেয়েছেন তিন অঙ্কের স্বাদ।

৭৬ বলে তার রান ছিল ৯০। পরের দুই বলে চার-ছক্কা হাঁকিয়ে সৌম্য পেয়ে যান লিগে নিজের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ৫২ বলে তুলে নেন ফিফটি। হাফ সেঞ্চুরি থেকে সেঞ্চুরিতে যেতে খেলেছেন মাত্র ২৬ বল!  ৮ চার ও ৮ ছক্কা হাঁকিয়েছেন সেঞ্চুরি করতে।

আগের ম্যাচে সেঞ্চুরি তুলে থেমে গিয়েছিলেন ১০৬ রানে। আজ তাকে থামাতে পারছে না শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কেউ।

২৮তম ওভারে মিনহাজুল আবেদীনকে তিনটি ছক্কা হাঁকান সৌম্য।  ১১ ছক্কা হাঁকিয়ে সৌম্য স্পর্শ করেন নিজের পুরোনো রেকর্ড। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানের এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার যৌথ রেকর্ড মাশরাফি বিন মুর্তজা, সৌম্য ও সাইফ হাসান দখলে ছিল এতদিন। ২৯তম ওভারের তৃতীয় বলে তাইজুলকে ছক্কা মেরে নতুন রেকর্ড গড়েন সৌম্য।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সৌম্যর রান ১০৯ বলে ১৬০। ১০ চার ও ১৫ হাঁকিয়ে বিকেএসপিতে তাণ্ডব চালাচ্ছেন বাঁহাতি ওপেনার।



রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৯/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়