ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘পুঁজিবাজারে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে হবে’

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ২৫ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পুঁজিবাজারে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে হবে’

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে দীর্ঘসময়ের জন্য বিনিয়োগ করলে লাভবান হওয়া যায় বলে মনে করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার রাজধানীর শেরে-বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনা সভায় স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, এনজিও নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে বাজেট প্রণয়নের নীতিগত দিক সম্পর্কে মতবিনিময়ের উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়।

অর্থমন্ত্রী বলেন, ‘যারা পুঁজিবাজারে বিনিয়োগ করতে চান তারা অবশ্যই দীর্ঘ সময়ের জন্য করবেন। তাহলে লাভ করতে পারবেন।  অল্প সময়ে পুঁজিবাজারে লাভ করা যায় না। ’

তিনি বলেন, ‘পুঁজিবাজারে বিনিয়োগ করতে হলে অবশ্যই জেনেবুঝে বিনিয়োগ করতে হবে।  এই বাজার সম্পর্কে না জেনে আসবেন না।  আর লম্বা সময়ের কথা মাথায় রেখেই এই বাজারে বিনিয়োগ করতে হবে।’

মন্ত্রী বিভিন্ন পত্রিকার সম্পাদকদের আহবান জানিয়ে বলেন, ‘আপনারা আপনাদের পত্রিকায় খুব ছোট আকারে হলেও প্রকাশ করবেন যেন বিনিয়োগকারীরা জেনেবুঝে পুঁজিবাজারে বিনিয়োগ করেন।’

মুস্তফা কামাল বলেন, ‘পুঁজিবাজারে আসলে দুটি গ্রুপ আছে।  এক গ্রুপ হচ্ছে সিংহ আর অন্য গ্রুপ হচ্ছে ছাগল।  সুতরাং লড়াই যখন শুরু হয় তখন সিংহই তো জিতবে।  তাই আমি বলবো, না জেনেবুঝে পুঁজিবাজারে বিনিয়োগ করবেন না। ’



রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৯/হাসিবুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়