ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ২ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হয়েছেন।  এতে আহত হয়েছেন আরো সাতজন।

বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে সাকরাতে এই দুর্ঘটনা ঘটে।

রিয়াদে বাংলাদেশের উপরাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, একটি মিনিবাসের আরোহী ১৭ বাংলাদেশি সড়ক দুর্ঘটনার শিকার হন।  এদের মধ্যে ১০ জন ঘটনাস্থলে মারা যান। আহত সাতজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

তবে তিনি তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।

প্রবাসী বাংলাদেশিরা জানান, রিয়াদ থেকে একটি গাড়িতে করে ১৭ বাংলাদেশি যাওয়ার সময় সাকরা শহরের প্রবেশ পথে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।  গাড়িতে থাকা ১০ বাংলাদেশি নিহত হওয়ার পাশাপাশি বাকি সাতজনও কম-বেশি আহত হন।  আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রিয়াদের হাসপাতালে পাঠানো হয়েছে।

দুইজন সাকরার হাসপাতালে চিকিৎসাধীন।  আহত বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নিহত ১০ জনের লাশ সাকরা জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান উপরাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।



রাইজিংবিডি/ঢাকা/২ মে ২০১৯/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়