ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফণির তাণ্ডবে ৭ জন নিহত

জাহাঙ্গীর আলম বকুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ৪ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফণির তাণ্ডবে ৭ জন নিহত

ডেস্ক রিপোর্ট : প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ফণি দুর্বল হয়ে বাংলাদেশে ঢোকার পরও বিভিন্ন জেলায় গাছের নিচে চাপা পড়ে অথবা ঘরচাপা পড়ে অন্তত সাত জন নিহত হয়েছে। এতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশায় তাণ্ডব চালিয়ে পশ্চিমবঙ্গ হয়ে শনিবার সকালে বাংলাদেশে ঢোকার পর দুর্বল হয়ে স্থল নিম্নচাপে রূপ নিয়েছে।

নোয়াখালীতে দুই শিশু, বরগুনায় দাদি ও নাতি, ভোলায় এক নারী ও সিরাজগঞ্জে দাদা-নাতনি নিহত হয়েছে। এ ছাড়া এসব জেলায় সহস্রাধিক ঘর বিধ্বস্ত হয়েছে।

রাইজিংবিডির প্রতিনিধিরা এ সংক্রান্ত নিউজ পাঠিয়েছেন-

সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ভানুডাঙ্গা গ্রামের হাটে ঝড়ে উপড়ে যাওয়া গাছের নিচে চাপা পড়ে দাদা ও নাতনি। পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এতে আট জন আহত হয়েছে।

ভোলা
ভোলা সদরের দক্ষিণ দীঘলিয়ার কোড়ালিয়া গ্রামের গৃহবধূ ঘরচাপা পড়ে মারা গেছে। জেলার সাত উপজেলায় গাছ ও ঘর চাপায় ২৫ জন আহত হয়েছে।

নোয়াখালী
নোয়াখালীর সূবর্ণচর উপজেলায় ঘরচাপা পড়ে দুই বছরের শিশু নিহত এবং ৩০ জন আহত হয়েছে। কোম্পানিগঞ্জ উপজেলায় গাছচাপা পড়ে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। জেলায় কয়েকশত ঘর বিধ্বস্ত হয়েছে।

বরগুনা
বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী বান্ধাকাঠি গ্রামে ঘরচাপা পড়ে দাদি ও নাতি নিহত হয়েছে। তারা রাতে ঘরে ঘুমিয়েছিলেন। রাত ৩টার দিকে গাছ ভেঙে ঘরের উপর পড়ে। এ সময় ঘরচাপা পড়ে দাদি-নাতি ঘটনাস্থলে মারা যায়।



রাইজিংবিডি/ঢাকা/৪ মে ২০১৯/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়