ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শুরু হচ্ছে ওয়ালটন-ডিআরইউ স্পোর্টস ফেস্টিভ্যাল

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ৭ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুরু হচ্ছে ওয়ালটন-ডিআরইউ স্পোর্টস ফেস্টিভ্যাল

ক্রীড়া প্রতিবেদক : ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে চলতি মাসের তৃতীয় সপ্তাহে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন-ডিআরইউ স্পোর্টস ফেস্টিভ্যাল-২০১৯’। প্রায় দুই মাস ব্যাপী এই প্রতিযোগিতায় ছেলেদের ১০টি ও মেয়েদের ৫টি ইভেন্ট থাকবে। এমনটাই জানিয়েছেন ডিআরইউর ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম।

প্রতিযোগিতার বিষয়ে তিনি বলেন, ‘আমরা ১৯ মে থেকে শুরু করতে যাচ্ছি স্পোর্টস ফেস্টিভ্যাল। যেটা চলবে প্রায় দুই মাস ব্যাপী। এবারের এই আয়োজনে পুরুষদের ১০টি ও নারীদের ৫টি ইভেন্ট থাকবে। অবশ্য ইভেন্ট বাড়তেও পারে। এবারের এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে ওয়ালটন গ্রুপ। ইতিমধ্যে আমরা প্রতিযোগিতার নামও ঠিক করেছি; ওয়ালটন-ডিআরইউ স্পোর্টস ফেস্টিভ্যাল।’

তিনি আরো বলেন,‘আসলে ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানাবো। তারা সব সময় ডিআরআইর সব ধরনের আয়োজনের পাশে থাকে। তাদের কাছে আমরা যখনই যেকোনো প্রস্তাব নিয়ে গিয়েছি তারা সব সময়ই ইতিবাচক সাড়া দিয়েছে। সে জন্য ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাবো এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও উদয় হাকিম ভাইকে। ওয়ালটনে মূলত তাদের দুজনের সঙ্গেই আমাদের সবচেয়ে বেশি যোগাযোগ ও ওঠাবসা হয়। পাশাপাশি ধন্যবাদ জানাবো ডিআরইউ’র সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান ভাইকেও। তারা সব সময় আমাদের সব আয়োজনে সবরকম সহায়তা ও সহযোগিতা করে আসছে।’

প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করার বিষয়ে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন। যার সদস্য সংখ্যা প্রায় দুই হাজার। এমন একটি সংগঠনের সব ধরনের আয়োজনে আমরা ওয়ালটন পরিবার আগেও যুক্ত হয়েছি। এবারও যুক্ত হতে যাচ্ছি। আসলে আমরা চাই সাংবাদিকরা তাদের আটসাঁট সূচির মধ্যেও কিছুটা নিরেট বিনোদন পাক খেলাধুলায় অংশগ্রহণ করে। ওয়ালটন গ্রুপ সংবাদিকদের বিনোদনের এই দিকটি গুরুত্ব সহকারে দেখে থাকে।’

‘আসলে আমরা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত সময় পার করি। তাতে আমাদের মধ্যে একটা একঘেয়েমিতা চলে আসতে পারে। সেটা দূর করতে এই ধরনের আয়োজন হতে পারে দারুণ একটি উদ্যোগ। পেশাগত কর্মব্যস্ততার মাঝে এমন একটি আয়োজনে অংশ নিতে পারলে সাংবাদিকরা আনন্দিত হবেন। গতানুগতিক কাজের ভাজেও কিছুটা নিরেট বিনোদন পাবেন। যা তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে। পাশাপাশি একে অপরের প্রতি আন্তরিকতা বাড়বে।’ যোগ করেন তিনি।

প্রতিযোগিতার পুরুষদের ইভেন্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য অ্যাথলেটিকস (১০০ মিটার স্প্রিন্ট), টেবিল টেনিস, ব্যাডমিন্টন, দাবা, ক্যারম, শুটিং আর্চারি ও সাঁতার। নারীদের ইভেন্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ১০০ মিটার স্প্রিন্ট, ব্যাডমিন্টন, ক্যারম, শুটিং ও সাঁতার। পুরস্কার হিসেবে থাকবে ক্রেস্ট এবং ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্স।

প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি।

এই প্রতিযোগিতার সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে থাকবে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।



রাইজিংবিডি/ঢাকা/৭ মে ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়