ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ক্রাইস্টচার্চে হামলা : রাজকীয় কমিশনের তদন্ত শুরু

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ১৩ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্রাইস্টচার্চে হামলা : রাজকীয় কমিশনের তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক : নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে গুলি চালিয়ে ৫১ জনকে হত্যার ঘটনার তদন্ত শুরু হয়েছে। সোমবার নিউ জিল্যান্ডের রাজকীয় কমিশন এ তদন্ত শুরু করেছে।

গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চে দুই মসজিদে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার ঘটনা ফেসবুকে সরাসরি সম্প্রচার করেছিল বন্দুকধারী। শান্তির দেশ নিউ জিল্যান্ডে সংঘটিত সবচেয়ে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা এটি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজকীয় কমিশন সন্দেহভাজন বন্দুকধারীর কর্মকাণ্ড, সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক যোগাযোগের ব্যবহার খতিয়ে দেখার পাশাপাশি সন্ত্রাসবাদবিরোধী উপাদানগুলো ব্যবহারের অগ্রাধিকারে কোনো ধরনের ত্রুটি ছিল কি না, তা পর্যালোচনা করা হবে।

নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরদার্ন এক বিবৃতিতে বলেছেন,‘এখানে যেন এ ধরনের হামলা আর কখনো না হয় তা নিশ্চিত করতে কমিশনের অনুসন্ধান সহায়তা করবে।’

রাজকীয় কমিশন তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আগামী আগাস্ট পর্যন্ত এ হত্যাযজ্ঞ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। ১০ ডিসেম্বর তাদের তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হবে।



রাইজিংবিডি/ঢাকা/১৩ মে ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়