ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

২২ মে থেকে নতুন নোট বিনিময়

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৩, ১৬ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২২ মে থেকে নতুন নোট বিনিময়

অর্থনৈতিক প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২২ মে থেকে নতুন নোট বিনিময় করবে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের অফিসগুলোতে এবং রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের নির্ধারিত শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় করা হবে। আগামী ২২ থেকে ৩০ মে পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারী ছুটির দিন ব্যতিত) নতুন নোট বিনিময় করা হবে বলে বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এবার মোট ৭ হাজার ৫০০ কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।

এছাড়া, ঢাকা অঞ্চলের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকেও উক্ত সময়ব্যাপী ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।



রাইজিংবিডি/ঢাকা/১৬ মে ২০১৯/নাসির/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়