ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাসায় কারফিউ জারি করেছি: মহেশ

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৬, ১৭ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাসায় কারফিউ জারি করেছি: মহেশ

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মহর্ষি’। ভামসি পায়দিপল্লী পরিচালিত এ সিনেমায় মহেশের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন পূজা হেগড়ে। একটি ভিডিও গেম কোম্পানির প্রধানের চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

বর্তমানে অনেক শিশু ভিডিও গেমে আসক্ত। শুধু সাধারণ পরিবারের শিশুদের ক্ষেত্রে নয়, মহেশ বাবুর দুই সন্তান গৌতম ও সিতারা ভিডিও গেম খেলতে খুব পছন্দ করে। সম্প্রতি সিনেমাটির প্রচারে এসে এ তথ্য জানান মহেশ। তবে বাচ্চাদের নিয়ন্ত্রণে রাখার জন্য বাসায় ভিডিও গেম খেলার ওপর কারফিউ জারি করেছেন বলেও জানান তিনি।   

এ প্রসঙ্গে মহেশ বাবু বলেন, ‘বর্তমানে ভিডিও গেম নিয়ে উন্মাদনা একটু বেশি। বাসায় শিশুদের এ বিষয়ে বিধিনিষেধ প্রয়োজন। শিশুদেরকে বলা প্রয়োজন— তারা নির্দিষ্ট একটা সময় ভিডিও গেম খেলতে পারবে। তা না হলে সারা দিন এটা নিয়েই বসে থাকবে এবং আসক্ত হয়ে পড়বে। আমি আমার সন্তানদের বলেছি, সন্ধ্যা ৬-৮টার মধ্যে যেকোনো এক ঘণ্টা ভিডিও গেম খেলতে পারবে।’

ভিডিও গেমের নেতিবাচক প্রভাব প্রসঙ্গে সিনেমাটির পরিচালক ভামসি পায়দিপল্লী বলেন, ‘অনেক ভিডিও গেম রয়েছে যেগুলো প্ররোচনামূলক ও সহিংস। এগুলো শিশুরা উপভোগ করে কিন্তু কিছু বিষয় অবচেতনভাবে তাদের মনে গভীর প্রভাব ফেলে।’

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ মে ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়