ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দেশে ফিরেছে বাংলাদেশ জুনিয়র টেনিস দল

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ২০ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশে ফিরেছে বাংলাদেশ জুনিয়র টেনিস দল

ক্রীড়া প্রতিবেদক : উজবেকিস্তানের তাসখন্দে ৫-১৮ মে অনুষ্ঠিত হয়েছে আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপ-২০১৯ : ডিভিশন-১’ টেনিস প্রতিযোগিতা। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতায় অংশ নিতে চার সদস্যের বাংলাদেশ দলউজবেকিস্তান যায়।

আইটিএফ এশিয়ান ডিভিশন-১ টেনিস প্রতিযোগিতা অনূর্ধ্ব-১৪ বছরের সবচেয়ে বেশি র‌্যাঙ্কিং পয়েন্টের প্রতিযোগিতা। যেখানে বাংলাদেশ থেকে অংশ নেয় মাহাদী হাসান আলভি, মো. রুম্মান হোসেন ও মাসফিয়া আফরিন। যদিও তারা এই প্রতিযোগিতায় সুবিধা করতে পারেনি। দুই/একটা ম্যাচে জয় ছাড়া বাকি সবগুলোতে হার মেনেছে। গতকাল রোববার রাতে উজবেকিস্তান থেকে তারা দেশে ফিরেছে।

বাংলাদেশ ছাড়াও এই প্রতিযোগিতায় মঙ্গোলিয়া থেকে ৩ জন, পাকিস্তান থেকে ২ জন, লেবানন থেকে ১ জন, ইরান থেকে ২ জন, জর্ডান থেকে ১ জন, কিরগিজস্তান ও নেপাল থেকে ১ জন করে খেলোয়াড় অংশ নেয়।



এ ছাড়া আইটিএফ এশিয়ান ডিভিশন-১ প্রতিযোগিতায় এ বছর এশিয়ার অনূর্ধ্ব-১৪ গ্রুপের টপ র‌্যাঙ্কিংধারী দেশসমূহ হল-চীন, চাইনিজ তাইপে, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কাজাখস্তান, কোরিয়া, মালয়েশিয়া, ফিলিপাইনস, শ্রীলংকা, থাইল্যান্ড, উজবেকিস্তান ও ভিয়েতনাম থেকে ৩ জন বালক ও ৩ জন বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করে।




রাইজিংবিডি/ঢাকা/২০ মে ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়