ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

বিশ্বকাপের আগে যেখানে স্বস্তি বাংলাদেশ কোচের

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ২১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপের আগে যেখানে স্বস্তি বাংলাদেশ কোচের

বাংলাদেশ কোচ স্টিভ রোডস (ফাইল ছবি)

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটের ‘বিগ ফাইভ’ নিয়ে আলোচনাটা কম হয় না। পাঁচ সিনিয়র ক্রিকেটারের বাইরে নিয়মিত পারফরমার নেই, এমন হাহাকার ছিল কিছুদিন আগেও। তবে বাংলাদেশ দল যে এখন শুধু পাঁচ সিনিয়রের ওপর নির্ভরশীল নয়, তার সাম্প্রতিকতম উদাহরণ ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশের প্রধান কোচ স্টিভ রোডস তাই মনে করেন, পাঁচ সিনিয়রের বাইরেও দল এখন শক্তিশালী।

মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ- এই পাঁচজনের বাইরেও যে ম্যাচ উইনার তৈরি হচ্ছে, সেটার খানিকটা নমুনা পাওয়া গেছে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে। সাকিবকে ছাড়াই বাংলাদেশকে খেলতে হয়েছে ফাইনাল। তবে সাকিবের অভাব বুঝতেই দেননি সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন। এই দুজনের দুটি ঝোড়ো ফিফটিতে বাংলাদেশ প্রথমবারের মতো জিতেছে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা।

রোডস বলছেন, পাঁচ সিনিয়রের বাইরেও যে দলের শক্তি বাড়ছে, সেটা ত্রিদেশীয় সিরিজে প্রমাণিত। বিশ্বকাপের আগে ব্যাপারটা বাংলাদেশ কোচকে বেশ স্বস্তিই দিচ্ছে, ‘দলের দুই-তিনজন বিশেষ ইনিংস খেলেছে। মোসাদ্দেকের কথাই ধরুন, সে এখন দলের সবাইকে চিন্তার মধ্যে রাখবে। এটাই দলের গভীরতা। সে হয়তো খেলবে না, যদি না খেলে তাহলে আমরা কী দারুণ অবস্থানেই না থাকব। তার মানে বাংলাদেশ স্কোয়াড শক্তিশালী হয়ে উঠছে। আমরা ঠিক এটাই চাই, আরো শক্তিশালী হয়ে ওঠা। আর সেটা হলে লোকজন বিগ ফাইভকে নিয়ে কথা বলাও বন্ধ করবে।’



এই ত্রিদেশীয় সিরিজেই ফর্মে ফিরেছেন সৌম্য। বাঁহাতি ওপেনার তিন ম্যাচ খেলে সবগুলোতেই করেছেন হাফ সেঞ্চুরি। অথচ গত নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ মিলিয়ে তার রান ছিল মাত্র ৫২। আয়ারল্যান্ডে যাওয়ার আগে প্রিমিয়ার লিগের শেষ দুই ম্যাচে তিনি করেন একটি সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরি। বিশ্বকাপের আগে সৌম্য ফর্মে ফেরায় খুশি রোডস। সমর্থকদের সব সময় সৌম্যর পাশে চাইলেন কোচ, ‘ঢাকা প্রিমিয়ার লিগে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি করার পর থেকে সে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। ওই ফর্মটা যে সে টেনে এনেছে, তা দারুণ ব্যাপার। আমি আশা করছি, লোকজন তাকে সমর্থন দেবে, কারণ সে চমৎকার একজন খেলোয়াড়। আমরা তাকে সমর্থন করি। কিন্তু সবাই সব সময় তা করে না।’




রাইজিংবিডি/ঢাকা/২১ মে ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়