ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বন্ডের অপব্যবহার রোধে স্পেশাল ইউনিট

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ১৩ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বন্ডের অপব্যবহার রোধে স্পেশাল ইউনিট

জ্যেষ্ঠ প্রতিবেদক : বন্ড সুবিধার আওতায় আমদানি-রপ্তানিতে ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিং রোধে স্পেশাল ইউনিট খোলা হবে।

বৃহস্পতিবার ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ তথ্য জানানো হয়েছে।

বাজেট বক্তৃতায় বলা হয়, কর ব্যবস্থাপনায় সকল প্রকার অব্যবস্থাপনা, দুর্নীতি ও অপচয় রোধ করতে রাজস্ব ব্যবস্থাপনাকে শতভাগ অটোমেশনের আওতায় আনা হবে। বন্ডেড ওয্যারহাউস ব্যবস্থাপনায় স্বচ্ছতা বলবৎ করা হবে। বন্ধ করা হবে মিথ্যা ঘোষণায় মালামাল খালাসের চেষ্টা। দেশে যত পণ্য বিদেশ থেকে আমদানি হয়ে আসে ও যে সমস্ত পণ্য রপ্তানির জন্য বিদেশে যায় সেই সকল পণ্য শতভাগ স্ক্যানার মেশিনের মাধ্যমে স্ক্যানিং করা হবে। আমদানির বিপরীতে ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিং হয় কিনা তাও শতভাগ পরীক্ষা করে দেখা হবে। তার জন্য বিশেষায়িত ইউনিট খোলা হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীর কর্মদক্ষতা বাড়ানোর জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। এই সকল ব্যবস্থার মাঝ দিয়ে আমাদের রাজস্ব আহরণ যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনভাবে অর্থ পাচার বা এ জাতীয় কর্যক্রম বন্ধ হয়ে যাবে। যে সমস্ত মালামাল ইচ্ছাকৃতভাবে ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিংয়ে ধরা পড়বে সেই সমস্ত মালামাল জব্দ করে সরকারের হিসাবে জমা হবে। এসব কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইন তৈরি করা হবে।



রাইজিংবিডি/ঢাকা/১৩ জুন ২০১৯/এম এ রহমান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়