ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারের জন্য আবেদনপত্র আহ্বান

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ১৮ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারের জন্য আবেদনপত্র আহ্বান

সচিবালয় প্রতিবেদক : কৃষি ক্ষেত্রে সার্বিক উন্নয়নের লক্ষ্যে কৃষি সংশ্লিষ্ট সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিশেষ ভূমিকা পালনে উৎসাহিত করার উদ্দেশ্যে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৩’ প্রদান উপলক্ষে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদনপত্র গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে বলা হয়েছে, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৩ এর মনোনয়ন ফরম ও নিয়মাবলী কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট () এবং সব জেলা প্রশাসকের কার্যালয় এবং সকল উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে পাওয়া যাবে।

আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৩ এর মনোনয়ন ফরম পূরণ করে ২৫ অক্টোবরের মধ্যে উপজেলা কমিটির কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

উপজেলা কমিটি আবেদনপত্র যাচাই-বাছাই করে ৬ নভেম্বরের মধ্যে জেলা কমিটির কাছে পাঠাবে এবং জেলা কমিটি ২০ নভেম্বরের মধ্যে তা কৃষি মন্ত্রণালয়ে পাঠাবে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ সেপ্টেম্বর ২০১৭/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়