ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘প্রধান বিচারপতির ছুটি নিয়ে গভীর চক্রান্তে বিএনপি’

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২১, ১১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রধান বিচারপতির ছুটি নিয়ে গভীর চক্রান্তে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি এস কে সিনহার ছুটির বিষয়টি নিয়ে বিএনপি গভীর চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাঠগুলো অবৈধ দখলের হাত থেকে মুক্ত করার দাবিতে জাসদ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

ইনু বলেন, ‘একটি দেশের প্রধান বিচারপতি হলেন সর্বক্ষমতার অধিকারী। যে দেশের প্রধান বিচারপতি সর্বক্ষমতার অধিকারী, কী করে সেই প্রধান বিচারপতিকে জোর করে ছুটিতে পাঠানো হয়, সেটা আমার বোধগাম্য নয়। কিন্তু তার ছুটির বিষয়টি নিয়েও বিএনপি গভীর ষড়যন্ত্র করছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির নেতারা বলছেন, প্রধান বিচারপতিকে জোর করে ছুটিতে পাঠানো হচ্ছে। আসলে দেশের বড় শত্রু বিএনপি নেতারাই। তারা সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। দলটির নেত্রী বেগম খালেদা জিয়া নিজেই নিজের দুর্নীতির শিকার হয়েছেন।’

তিনি আরো বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তে লেখা বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে সমাজতন্ত্র গ্রথিত, যার মূল লক্ষ্য শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা। এ লক্ষ্য পূরণে সকলে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

ঢাকা মহানগর (দক্ষিণ) জাসদের আহ্বায়ক মীর হোসাইন আকতারের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর নেতা হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, নুরুল আখতার, আফরোজা হক রীনা প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ অক্টোবর ২০১৭/ইয়ামিন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়