ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পিএসএল থেকে ছিটকে গেলেন রাসেল

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৫, ৭ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পিএসএল থেকে ছিটকে গেলেন রাসেল

রাসেলের পিএসএল শেষ

ক্রীড়া ডেস্ক : হ্যামস্ট্রিং চোটের কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেছেন আন্দ্রে রাসেল। বাকি মৌসুমে আর খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার।

পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলেছেন রাসেল। গত শনিবার করাচি কিংসের বিপক্ষে ইসলামাবাদের ৮ উইকেটে জয়ের ম্যাচে তিনি ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান। ম্যাচে বোলিং না করা ক্যারিবীয় অলরাউন্ডারের পরে ব্যাট করার প্রয়োজন পড়েনি।

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত জানুয়ারিতে ক্রিকেটে ফেরেন রাসেল। পিএসএলে ইসলামাবাদের হয়ে তিন ম্যাচে হাত ঘুরিয়ে নিয়েছেন ৪ উইকেট। লাহোর কালান্দার্সের বিপক্ষে সুপার ওভারে শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলের জয়ে ব্যাটিংয়েও অবদান রাখেন।

রাসেলের চোট আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী ৭ এপ্রিল শুরু হবে ২০১৮ সালের আইপিএল।



রাইজিংবিডি/ঢাকা/৭ মার্চ ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়