ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘বিয়ের বয়স কমানো মানে উগ্রপন্থিদের সমর্থন’

মিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ২৯ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিয়ের বয়স কমানো মানে উগ্রপন্থিদের সমর্থন’

ড. মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, ‘মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করা হলে এটা হবে সরকারের হেফাজতে ইসলামসহ ইসলামী উগ্রপন্থি দলগুলোকে নীরব সমর্থন করা।’

 

সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটি আয়োজিত  ‘কন্যা শিশুর বিয়ের বয়স ১৮ বছর বহাল রাখাতে হবে’ শীর্ষক এক মতবিনিময় তিনি এসব কথা বলেন।

 

মতবিনিময়য় সভায় মিজানুর রহমান বলেন, ‘সরকার যদি মেয়েদের বিয়ের বয়স কমায় তাহলে হেফাজতে ইসলামসহ ইসলামী উগ্রপন্থি দলগুলোর প্রতি সরকারের নীরব সমর্থন করা হবে। আমরা কেউই এখানে বসে বুঝতে পারব না যে, এই রকম সিদ্ধান্তের জন্য পরিণতি কোথায় গিয়ে ঠেকবে।’
তিনি বলেন, ‘মেয়েদের বিয়ের বয়সের বিষয়ে সরকার বলছে এক কথা, আবার মন্ত্রী আমলারা বলছে আরেক কথা। তাই বলছি, রাষ্ট্রের সঙ্গে সরকারের এ ধরনের লুকোচুরি চলতে পারে না। তথ্যাধিকার আইন অনুযায়ী, এ বিষয়ে সরকারের সকল সিদ্ধান্ত রাষ্ট্রের সামনে তুলে ধরতে হবে।’

 

সিডো চুক্তির ওপর বাংলাদেশ প্রসঙ্গে জাতীয় মানবাধিকার কমিশন একটি প্রতিবেদন তৈরি করছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই প্রতিবেদনে আমরা বাংলাদেশ সম্পর্কে অনেক ইতিবাচক কথা উল্লেখ করেছি। কিন্তু আন্তর্জাতিক সকল চুক্তিকে সরকার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যদি মেয়েদের বিয়ের বয়স কমিয়ে দেওয়া হয় তাহলে আমাদের প্রতিবেদনে আমূল পরিবর্তন ছাড়া কোনো উপায় থাকবে না। আমরা বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচকভাবে তুলে ধরতে চাই না।’

 

এ সময় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রশ্ন রেখে বলেন, ‘মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় কেন একজন কন্যাশিশুকে তার জীবন, শৈশব দিয়ে খেসারত দিতে হবে?’

 

মিজানুর রহমান বলেন, ‘আমরা সবাই যেখানে বাল্যবিবাহ রোধ করতে ব্যস্ত সেখানে বিয়ের বয়স কমানোর কথা চিন্তাও করা উচিৎ হবে না।’

 

এ সময় আরো বক্তব্য রাখেন নারী নেত্রী শামীমা পারভীন, উইমেন ফর উইমেন এর প্রাক্তন সভাপতি সালমা খান, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ জুন ২০১৫/মিথুন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়