ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ডিএসইতে লেনদেনে গতি ফিরেছে

মুস্তাফিজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫০, ১৮ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিএসইতে লেনদেনে গতি ফিরেছে

নিজস্ব প্রতিবেদক :  দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে আজো অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কিছুটা বেড়েছে। এর সঙ্গে ঊর্ধ্বমুখী রয়েছে সূচকও। বিনিয়োগকারীদের সন্তোষজনক উপস্থিতিতে চলছে  লেনদেন। দর বাড়ার পাশাপশি লেনদেনেও বেশ অগ্রগতি দেখা যাচ্ছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৫২ পয়েন্টে। এখন পর্যন্ত মোট লেনদেন হয়েছে ৭১ কোটি টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেন হওয়া ১৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। একইভাবে বাজার তালিকাভুক্ত ৩৭টি কোম্পানির শেয়ারের দর কমার পাশাপাশি অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এখন পর্যন্ত মোট শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৬২ লাখ ৫৩ হাজার ৮৬৮টি।  শেয়ারগুলো হাত বদল হয়েছে ১৭ হাজার ২৮৩  বার।

অন্যদিকে সকাল থেকে এখন পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে প্রথম দিকে রয়েছে আরএকে সিরামিক, অরিয়ন ইনফিউশন, বিএসআরএম স্টিল, বেক্সিমকো, আইটিসি, এক্সিমব্যাংক, লার্ফাস সুরমা সিমেন্ট, ডিএসএসএল, কেয়া কসমেটিকস, প্রাইম ব্যাংক এবং মবিল যমুনা।

 


রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৬/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়