ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ওয়ালটন তৃতীয় মহিলা বিচ ফুটবল টুর্নামেন্ট শিগগিরই

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ২০ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন তৃতীয় মহিলা বিচ ফুটবল টুর্নামেন্ট শিগগিরই

ওয়ালটন তৃতীয় মহিলা বিচ ফুটবলের লোগো

ক্রীড়া প্রতিবেদক : পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবনী পয়েন্টে বুধবার শেষ হয়েছে তিনদিন ব্যাপী ‘ওয়ালটন তৃতীয় বিচ পুরুষ ফুটবল টুর্নামেন্ট-২০১৬’। একই স্থানে চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাচ্ছে ‘ওয়লটন তৃতীয় মহিলা বিচ ফুটবল টুর্নামেন্ট-২০১৬’।

 

এই টুর্নামেন্টে কক্সবাজারের চারটি মহিলা দল অংশ নিবে। স্থানীয় দল হলেও চারটি দলের হয়ে ঢাকার বিভিন্ন লিগে খেলা নারী ফুটবলাররা অংশ নিবেন।

 

এ বিষয়ে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার ফুটবল বিষয়ক সম্পাদক ও ওয়ালটন তৃতীয় মহিলা বিচ ফুটবল টুর্নামেন্টের সম্পাদক রাশেদ হোসেন নান্নু বলেন, ‘আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে চলতি মাসের শেষ সপ্তাহেই ওয়ালটন তৃতীয় মহিলা বিচ ফুটবল টুর্নামেন্ট শুরু করব। তবে আমরা আশঙ্কা করছি। কারণ, কক্সবাজারে বর্তমানে রোয়ানু ঘূর্ণিঝড়ের ৭ নম্বর বিপদ সঙ্কেত চলছে। অতীত অভিজ্ঞতা থেকে বলতে পারি এটা শেষ পর্যন্ত আঘাত হানতে পারে। সেক্ষেত্রে পিছিয়েও যেতে পারে এই টুর্নামেন্ট। তবে এই মাসের মধ্যেই করার চেষ্টা করব আমরা। এবারের এই টুর্নামেন্ট কক্সবাজারের চারটি দল অংশ নিবে। আর সেই চারটি দলের হয়ে খেলবে ঢাকার বিভিন্ন লিগে খেলা নারী ফুটবলাররা।’

 

ওয়ালটনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এই টুর্নামেন্টেও ওয়ালটন পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দেওয়ায় তাদের ধন্যবাদ জানাচ্ছি। দুদিন আগে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় কক্সবাজারের লাবনী পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে ওয়ালটন তৃতীয় পুরুষ বিচ ফুটবল। সেটা আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। ইনশাল্লাহ নারী বিচ ফুটবল টুর্নামেন্টটাও সার্থকভাবে সম্পন্ন করতে পারব।’

 

এ বিষয়ে যোগাযোগ করা হলে ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা ওয়ালটন গ্রুপ স্পোর্টস ট্যুারিজমে জোর দিচ্ছি। সে কারণে এ বছর কক্সবাজারের লাবনী পয়েন্টে বেশ কয়েকটি টুর্নামেন্ট ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় সম্পন্ন হয়েছে। ১৮ মে শেষ হয়েছে ওয়ালটন তৃতীয় পুরুষ বিচ ফুটবল। তারই ধারাবাহিকতায় সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ ওয়ালটন তৃতীয় মহিলা বিচ ফুটবল আয়োজন করব আমরা। নারীর ক্ষমতায়ন ও নারীর অংশগ্রহণে ওয়ালটন গ্রুপ বিশ্বাসী। নারীরা কেন পিছিয়ে থাকবে। সে কারণে নারীদের টুর্নামেন্টগুলোতে ওয়ালটন জোর দিচ্ছে।’

 

এই প্রতিযোগিতার ইভেন্ট পার্টনার থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার থাকবে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ মে ২০১৬/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়