ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

এমপিওভুক্তির দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি

আহমদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৩, ২৯ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এমপিওভুক্তির দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক : এমপিওভুক্তির দাবিতে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদারাসা শিক্ষক সমিতি।

 

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির অবস্থান কর্মসূচির ১৫তম দিনে দুই মন্ত্রী বরাবর এ স্মারকলিপি দেন তারা।

 

এদিকে দ্বিতীয় বারের মত কোনো আশ্বাস পেয়ে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করলো শিক্ষকরা।

 

এ সময় সংগঠনের মহাসচিব কাজী মো. মোখলেছুর রহমান বলেন, এমপিওভূক্তি না পেয়ে আমরা মানবেতর জীবন অতিবাহিত করছি। এদিকে সরকারও আমাদের দাবির প্রেক্ষিতে কোনো সাড়া দিচ্ছে না।

 

তিনি বলেন, ৫ হাজার ৩২৯ টি মাদরাসার ২৬ হাজার ৬৪৫ জন শিক্ষক ২৯ বছর ধরে নাম মাত্র বেতনে চাকরি করে আসছেন। বর্তমান উর্ধ্বগতির বাজারে এখন পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকা কষ্টকর হয়ে গেছে।

 

তিনি আরো বলেন, এতদিন শিক্ষকতার পাশাপশি অন্যান্য কাজ  করে পরিবার চালাতাম। কিন্তু সবারইতো বার্ধক্য আসে। ওই সময়ে তো কষ্টের কাজ করা যায় না।

 

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কাজী রুহুল আমিন, যুগ্ম মহাসচিব আবু মুসা ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ মে ২০১৬/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়