ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

খালি পেটে থাকার যত বিপদ

ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১১, ১ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালি পেটে থাকার যত বিপদ

দেহঘড়ি ডেস্ক : ব্যস্ততার কারণে অনেকে না খেয়েই কাজে বেরিয়ে পড়েন। কিংবা কর্মক্ষেত্রে ব্যস্ততার কারণে সঠিক সময়ে খাওয়া হয় না। কিন্তু সাম্প্রতিক এক গবেষণার ফলে জানা যাচ্ছে, খালি পেটে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। খালি পেট সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। একজন ব্যক্তি যিনি উপোস করে রয়েছেন বা ক্ষুধার্ত রয়েছেন, তিনি কয়েক মুহূর্তের জন্য যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন।  

 

তবে এ ছাড়াও ক্ষুধার্ত থাকার নানা ধরনের অপকারিতা রয়েছে, যা শরীর ও মনে প্রভাব ফেলে। জেনে নিন, বেশিক্ষণ খালি পেটে থাকলে আরো যেসব সমস্যা হতে পারে।

 

* খাবার থেকে নিজেকে যত দূরে সরিয়ে রাখবেন তত বেশি খাবারের প্রতি চাহিদা বেড়ে যায়। এর ফলে অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, বেশি খাওয়া এই ধরনের নানা সমস্যা হতে পারে। আর প্রত্যেহ অনিয়মের ফলে শরীরে ভয়ংকর প্রভাব ফেলতে পারে।

 

* ক্ষুধার্ত থাকার ফলে হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, মাথা ঘোরার মতো সমস্যা হতে পারে।

 

* নিয়মিত বিরতিতে না খেলে রক্তে শর্করার পরিমাণ প্রভাবিত হতে পারে। আর রক্তের শর্করার পরিমাণ ওঠানামা করা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।

 

* নির্দিষ্ট সময় পরে না খেলে শরীরের এনার্জি কমতে শুরু করে। এর ফলে ঘুম ঘুম ভাব, ক্লান্তি, দুর্বল লাগা প্রভৃতি সমস্যা হতে পারে।

 

* ক্ষুধার্ত থাকায় কাজে মনোনিবেশের ক্ষমতা কমে যেতে পারে। মাথায় খালি খাবারসংক্রান্ত চিন্তাভাবনা হতে পারে।

 

* খাবারের অভাবে শরীরে এনার্জি থাকবে না। ফলে উৎপাদন ক্ষমতা কমবে। ধীরে ধীরে শরীরও ভেতর থেকে ক্ষতিগ্রস্ত হবে।

 

* শরীর ক্রমেই না খাওয়ায় অভ্যস্ত হয়ে যাবে। এর ফলে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

 

তথ্যসূত্র: ওয়ান ইন্ডিয়া

 

রাইজিংবিডি/ঢাকা/১ জুন ২০১৬/ফিরোজ/ এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়