ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘মিলসকে খেলা চ্যালেঞ্জিং তবে আত্মবিশ্বাস বাড়বে’

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ৮ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মিলসকে খেলা চ্যালেঞ্জিং তবে আত্মবিশ্বাস বাড়বে’

ক্রীড়া প্রতিবেদক : চিটাগং ভাইকিংসের হয়ে বিপিএলে প্রথম মাঠে নেমেই দূত্যি ছড়িয়েছেন টাইমাল মিলস। ইংল্যান্ডের বাঁহাতি পেসার বল হাতে ২৮ রানে নিয়েছেন ১ উইকেট। তবে অসাধারণ গতিতে বল করায় সবার নজর কেড়েছেন মিলস। গতি, বাউন্সার ও স্লোয়ারে মুগ্ধ করেছেন সবাইকে। তার করা ২৪ বলের ১৫টিতে কোনো রান নিতে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যানরা। 

 

ম্যাচ শেষে কুমিল্লার অধিনায়ক ইংলিশ পেসারের প্রশংসা করে বলেন, ‘অবশ্যই সে খুব দ্রুত বল করে। ১৫০ কি.মি. গতির বোলারদের খেলা সব সময়ই কঠিন। আমাদের ব্যাটসম্যানরা এ ধরণের গতি সম্পন্ন বোলারদের বল খেলে অভ্যস্ত না। কারণ সাধারণত আমাদের দেশে এই ধরণের গতিময় বোলার নেই।’

 

দলের অধিনায়ক তামিম ইকবালও মাইলসের প্রশংসা করেছেন, ‘গতি একটা গুরুত্বপূর্ণ জিনিস। এরকম একটা ‘ফ্যাক্টর’ থাকলে অবশ্যই সুবিধা পাওয়া যায়। বিশ্ব ক্রিকেটেই ১৫০ কিংবা তার বেশি গতির বোলার এখন খুব কম আছে। শুধু বাংলাদেশেই না, বাংলাদেশের খেলোয়াড় যারা আছে, যারা ওকে খেলবে তাদের জন্য চ্যালেঞ্জিং হবে। তবে ওর বলে যদি রান করতে পারে তাহলে আত্মবিশ্বাস বাড়বে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ নভেম্বর ২০১৬/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়