ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বাংলাদেশ অসাম্প্রদায়িক উদার ধর্মে বিশ্বাসী : মায়া

আনোয়ার হোসেন শাহীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ১১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ অসাম্প্রদায়িক উদার ধর্মে বিশ্বাসী : মায়া

মাগুরা প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বাংলাদেশ অসম্প্রদায়িক উদার ধর্মে বিশ্বাসী দেশ। ধর্ম যার যার উৎসব সবার। সব ধর্মের  মূলমন্ত্র হচ্ছে মানবতা। আসুন আমারা বিশ্বমানবতাকে সবসময় লালন করি।

বুধবার বিকেলে শ্রীপুর উপজেলার হাজরাতলা শংকর বেদান্ত মঠের স্বামীজী বিবোধানন্দ ব্রহ্মচারীর ৬৫ তম জম্মতিথি ও সনাতন হিন্দু ধর্ম সম্মেলন উপলক্ষে মঠ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

সভায় বরিশাল জেলা রেজিস্ট্রার নৃপেন্দ্রনাথ শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের ওয়েস্ট বেঙ্গল বিজেপির প্রেসিডেন্ট দিলীপ ঘোষ এমএলএ, ভারতের দিল্লী বিজেপি ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার অরুন হালদার, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুর ওয়াহ্হাব, পুলিশ সুপার মুনিবুর রহমান, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর প্রমুখ ।



রাইজিংবিডি/মাগুরা/১১ জানুয়ারি ২০১৭/আনোয়ার হোসেন শাহীন/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়