ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঢাকায় যেতে বাস পায়নি তাই ...

মেহেদী হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৩, ২৫ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকায় যেতে বাস পায়নি তাই ...

রাবি প্রতিনিধি : ঢাকায় ছাত্রলীগের পুনর্মিলনীতে যাওয়ার জন্য বাস না দেওয়ায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ক্লাস বন্ধ করে দেওয়া অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সরকারি বন্ধ কিংবা বিশ্ববিদ্যালয়েরও ঘোষিত কোনো ছুটি না থাকলেও এদিন কোনো বিভাগের ক্লাস অনুষ্ঠিত হয়নি। আজ বুধবারও ক্লাস বন্ধ রয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক রুয়েটের এক শিক্ষক বলেন, ‘ছাত্রলীগের পুনর্মিলনীতে অংশ নিতে সংগঠনের নেতা-কর্মীরা রুয়েট কর্তৃপক্ষের কাছে বাস দাবি করেন। কিন্তু নিয়ম ভঙ্গ করে কর্তৃপক্ষ তাদের বাস দিতে অস্বীকৃতি জানায়। এতে ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রতিটি বিভাগের ক্লাস প্রতিনিধিদের ডেকে ক্লাসে অংশ না নেওয়ার নির্দেশ দেন।

রুয়েটের এক শিক্ষার্থী নাম না প্রকাশের শর্তে বলেন, ‘আমাদের ক্লাস প্রতিনিধি ফেসবুক গ্রুপে ক্লাস হবে না বলে পোস্ট দিয়েছিল। কী কারণে ক্লাস হবে না সেটা জানি না।’

রুয়েট ছাত্রলীগের সভাপতি নাইমুর রহমান নিবিড় বলেন, ‘ছাত্রলীগের পুনর্মিলনীতে যাওয়ার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে বাস চেয়েছিলাম। কিন্তু প্রশাসনের বিভিন্ন নিয়ম-কানুন থাকায় তা পাওয়া যায়নি।’ তবে ক্লাস প্রতিনিধিদের দিয়ে ক্লাস বন্ধ করার বিষয়টি তিনি অস্বীকার করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক এন এইচ এম কামরুজ্জামান সরকার মুঠোফোনে রাইজিংবিডিকে বলেন, ‘আমার কাছে এ ধরনের ইনফরমেশন নেই।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ বলেন, ‘মঙ্গলবার ও বুধবার শিক্ষার্থীরা কেন ক্লাসে আসেনি, সে বিষয়ে আমার জানা নেই। কেউ লিখিতভাবে আমাকে অভিযোগও দেয়নি।’

 




রাইজিংবিডি/রাবি/২৫ জানুয়ারি ২০১৭/মেহেদী হাসান/উজ্জল/এএন

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়